অশোভন আচরণে কোহলির জরিমানা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:42:43

আফগানিস্তানের বিপক্ষে জিতেও জরিমানা গুনেছেন বিরাট কোহলি। বাজে আচরণের শাস্তি হিসেবে ভারতীয় অধিনায়ককে জরিমানা করেছে অবশ্য আইসিসি। আম্পায়ার আলিম দারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যাওয়ার কারণেই শাস্তিটা পেলেন তিনি।

শাস্তি হিসেবে ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি আচরণ বিধির লেভেল ১ ভঙ্গ করায় জরিমানা দিতে হল কোহলিকে।

শনিবার আফগানিস্তানের ইনিংসের ২৯তম ওভারে এলবিডব্লিউর আবেদন নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠের আম্পায়ার আলিম দারের দিকে তেড়ে যান কোহলি। ম্যাচ শেষে নিজের অপরাধ শিকার করেন।

ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া জরিমানার শাস্তিটাও মেনে নেন ভারতের এ তারকা ব্যাটসম্যান। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এ ঘটনার পর কোহলির ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে আচরণ বিধি সংশোধনের পর দ্বিতীয় বারের মতো এমন ঘটনার জন্ম দিলেন কোহলি।

২০১৮ সালের ১৫ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রিটোরিয়া টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। এনিয়ে কোহলির ডিমেরিট পয়েন্ট হল দুই।

তার আগে মাঠের আম্পায়ার আলিম দার ও রিচার্ড ইলিংওর্থ, তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবোরো ও চতুর্থ অফিসিয়্যাল মাইকেল গফ অভিযোগ দায়ের করেন কোহলির বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরও খবর