আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে ডিউবল দল ভারতে

বিবিধ, খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-30 13:32:49

প্রথমবারের মত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে ভারত গেছে জাতীয় ডিউবল দল। সোমবার (২৪ জুন) সকালে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে টিমের ২৮ সদস্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।

আগামী বৃহস্পতিবার (২৭ জুন) থেকে রোববার (৩০ জুন) পর্যন্ত ভারতের পাঞ্জাবের রূপনগরে অনুষ্ঠিত হবে এই চার জাতীয় আন্তর্জাতিক ডিউবল টুর্নামেন্ট। এতে প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের পুরুষ ও নারী দল। বাংলাদেশ ছাড়াও এ ভারত, জিম্বাবুয়ে ও ইয়েমেন জাতীয় দলের সাথে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিএম শহিদুজ্জামান বার্তা২৪.কমকে জানান, ১৬ সদস্যের পুরুষ ও ১২ সদস্যের নারী দল নিয়ে তারা ভারতে। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করছি। এ খোলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও জোরদার হবে। খেলা শেষে বাংলাদেশ দলের সদস্যরা আগামী ৩ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরবেন।

এ সম্পর্কিত আরও খবর