লিটন দাস ওপেনিংয়ে, সৌম্য মিডলঅর্ডারে যে কারণে

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে | 2023-08-30 23:42:21

শুরুর ১০ ওভারের দলের ব্যাটিংয়ের জন্য একটা শব্দই সবচেয়ে যুতসই-সতর্ক বাংলাদেশ! প্রথম পাওয়ার প্লে’তে বাংলাদেশ তুললো ৪৪ রান। হারালো ১ উইকেট। ওপেনার লিটন দাস ফিরে গেলেন ১৭ বলে ১৬ রান তুলে। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৪ রান করে। সাকিব খেলছিলেন ২৫ ও তামিম ৩০ রানে।

ইনিংসের ৪.২ ওভারে আফগান স্পিনার মুজিবুর রহমানকে ড্রাইভ করতে গিয়ে টাইমিংয়ে গোলযোগ করে বসেন লিটন দাস। কাভারে ক্যাচ উঠে। সামনে হাত বাড়িয়ে প্রায় মাটি থেকে ক্যাচটা লোফেন হাসমাতউল্লাহ শহীদি। ক্যাচটা মাটিতে পড়েছিল কিনা- সেই সন্দেহ নিয়ে লিটন খানিকক্ষণ উইকেটে দাড়িয়ে ছিলেন। সিদ্ধান্তের জন্য টিভি আম্পায়ারের সহায়তা চাওয়া হয়। টিভি আম্পায়ার সিদ্ধান্ত দেন-আউট।

পাওয়ার প্লে’র বাকিটা সময় তামিম ইকবালের সঙ্গে জুটি বেঁধে নিরাপদে পার করে দেন সাকিব আল হাসান। শুরুর ১০ ওভারে বাংলাদেশের ৪৪ রানের মধ্যে বাউন্ডারি মাত্র ৪টি। সিঙ্গেলস রানের ওপরই বেশি নজর দেন দলের ব্যাটসম্যানরা। ইনিংসের প্রথম ৬০ বলের মধ্যে ডটবল ছিলো ৩৪টি।

চলতি বিশ্বকাপে প্রথম পাওয়ার প্লে’তে এটি বাংলাদেশের সবচেয়ে কম রান। এর আগেরটি ছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে কার্ডিফে; ১ উইকেটে ৪৮ রানের।

সাউদাম্পটনের এই ম্যাচে আফগানিস্তান টসে জিতে বোলিং বেছে নেয়। অফস্পিনার মুজিব উর রহমান ও পেসার দৌলত জাদরান বোলিংয়ের শুরু করেন। শুরুতে অফস্পিন মোকাবেলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন আনে।

তামিম ইকবালের সঙ্গে ডানহাতি লিটন দাস ইনিংস ওপেন করতে নামেন। নিয়মিত ওপেনার সৌম্য সরকারকে এই ম্যাচে পাঁচ নম্বরে খেলানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। ইনিংসের মাঝে লেগস্পিনার রশিদ খানকে সামাল দিতে একজন বাঁহাতি ব্যাটসম্যানকে এই পজিশনের জন্য বেছে নেয়া হয়েছে। সাধারণত লেগস্পিনারদের বিপক্ষে বাঁহাতি ব্যাটসম্যানরা স্বাছন্দ্যে থাকেন, একটু বেশি!

গত বছরের অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এই কৌশলটা বেশ ভালোই কাজে লাগিয়েছিলো বাংলাদেশ। সেবার মিডলঅর্ডারে ব্যাট করেছিলেন বাঁহাতি ইমরুল কায়েস। অনবদ্য হাফসেঞ্চুরি পান সেই ম্যাচে ইমরুল। লেগস্পিনার রশিদ খানকে ‘খেলে’ দেন সহজ কায়দায়। সেই ম্যাচ জিতেছিলো বাংলাদেশ।
 
সাউদাম্পটনের এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে ফিরেছেন সাইফুদ্দিন ও মোসাদ্দেক। ট্রেন্টব্রিজে খেলা আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও সাব্বির রহমান।

এ সম্পর্কিত আরও খবর