ছুটির মেজাজে টাইগাররা, সপরিবারে প্যারিসে সাকিব

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 22:56:15

আফগানিস্তানকে উড়িয়ে দিয়েই সোমবার রাতে সুখবরটা পেলেন মাশরাফি বিন মর্তুজারা। ছুটি মিলেছে পাঁচদিনের। কারণ পরের ম্যাচ সামনে লম্বা বিরতি। বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ ২ জুলাই। যেখানে প্রতিপক্ষ ভারত। তার আগে আপাতত ছুটির মেজাজেই সময় কাটবে টাইগারদের।

বিশ্বকাপে ব্যাট-বলে ঝড় তোলা সাকিব আল হাসান পেলেন পাঁচদিনের ছুটি। সোমবারের ম্যাচ শেষ হতেই আনুষ্ঠানিকভাবে এই তথ্য দিয়েছে বিসিবি। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমে জানালেন- ২৯ জুন পর্যন্ত ছুটিতে থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। এরপর ৩০ জুন থেকে শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি।

এরমধ্যে সাকিবের চোখ প্যারিসের। ছুটি কাটাতে স্ত্রী উম্মে শিশির আহমেদ আর কন্যা আলায়না হাসান অব্রিকে নিয়ে যাবেন ফ্রান্সের প্যারিসে। আইফেল টাওয়ারের শহরে সঙ্গী হবেন সাকিবের মা ও বাবাও। বিশ্বকাপ দেখতে তারা এরইমধ্যে চলে গেছেন ইংল্যান্ডে।

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যরাও নিজেদের মতো করে কাটাতে পারবেন ছুটি। তবে কে কোথায় যাচ্ছেন তা এখনো নিশ্চিত হয়নি।

সোমবার সাউদাম্পটনে আফগানদের ৬২ রানে হারানোর পর এখন খোশ মেজাজেই আছে দল।  ৭ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে আছেন মাশরাফিরা। বার্মিংহামে ভারতের ম্যাচের আগে চাঙ্গা হতেই এখন ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা।

ছুটির আগে পুরো দল ২৫ জুন মঙ্গলবার সাউদাম্পটন থেকে যাচ্ছে বার্মিংহামে। সেখানে চেক ইন করেই শুরু হবে ছুটি! সাকিব ছাড়া অন্যরা পাঁচদিন কিভাবে কাটাবেন সেটা সহসাই জানাবে বিসিবি।

এ সম্পর্কিত আরও খবর