‘স্টার্ককে ভয় পেয়েছিলেন মরগান’-পিটারসেনের খোঁচা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 15:24:35

ইয়ন মরগানকে করা মিচেল স্টার্কের প্রথম বলটি ছিল খুবই ভয়ানক। হিপের ওপরে উঠা তার শর্ট লেন্থের বল রুখে দেন ইংলিশ অধিনায়ক। পুশ করেন অন-সাইডে। এদৃশ্য দেখেই ব্যাটিং দুর্বলতা নিয়ে মরগানকে টুইটারে বিদ্রূপ করেন কেভিন পিটারসেন। মিচেল স্টার্কের বল মোকাবেলা করতে গিয়ে ভয় পেয়েছিলেন মরগান। অস্ট্রেলিয়ান এ গতি তারকা থেকে পালিয়ে বাঁচার চেষ্টাই নাকি করেছেন মরগান।

টুইট বার্তায় সাবেক এ ইংলিশ অধিনায়ক লিখেন, ‘স্টার্ক প্রথম ডেলিভারি দিতেই ইংল্যান্ড অধিনায়ক যেন ভয়ে স্কয়ার লেগের দিকে সড়ে গেল। এটা দেখে মনে হচ্ছে, আগামী সপ্তাহে খানিকটা সমস্যায় পড়বে ইংল্যান্ড।’

এখানেই সীমাবদ্ধ থাকেননি পিটারসেন। মরগানকে দুর্বল ইংল্যান্ড অধিনায়কের তকমাও দিয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এ ক্রিকেটার, ‘আমি কখনো এমনটা প্রত্যাশা করিনি। এমন দুর্বল অধিনায়ক কখনো দেখিনি।’

অস্ট্রেলিয়ার কাছে হারের পরও ইতিবাচক মানসিকতাই দেখিয়ে যাচ্ছিলেন মরগান। জানিয়ে ছিলেন এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। কিন্তু সংবাদ সম্মলনে এক সাংবাদিক তার ব্যাটিং দুর্বলতা নিয়ে পিটারসেনের খোঁচা মারার কথা জানাতেই মরগানের মুখের হাসিটা যেন উবে যায়।

উত্তরে ম্যাচে মাত্র এক বাউন্ডারি হাঁকানো মরগান মাথা ঠান্ডা রেখে শুধু বলে যান, ‘সত্যি? চমৎকার।এভাবে মোটেই ভাবিনি আমি।’ এতোটুকু বলেই পরের প্রশ্নে চলে যান।

মঙ্গলবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানের হারে মরগানের দলের সেমি-ফাইনাল খেলার স্বপ্ন খেয়েছে বড় এক ধাক্কা। রোববার এজবাস্টনে ভারততে মোকাবেলা করবে ইংল্যান্ড। পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচ জিতে সেমি-ফাইনালে জায়গা পেতে মরিয়া এখন ইংলিশরা।

এ সম্পর্কিত আরও খবর