টাইব্রেকার ভাগ্যে সেমিতে ব্রাজিল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 19:32:51

বড় বাঁচা বেঁচে গেল ব্রাজিল। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে যাচ্ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলার নির্ধারিত সময় ছিল গোলশূণ্য ড্র। এরপর টাইব্রেকার ভাগ্যে রক্ষা! লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্টত্বের এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠে গেছে ব্রাজিল।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে টাইব্রেকারে ৪-৩ গোলে প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নেয় ব্রাজিল।

নির্ধারিত সময়ে জালের দেখা পায়নি কোন দল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তারই পথ ধরে দল পেয়ে যায় সেমির টিকিট।

যদিও টাইব্রেকার বরাবরই আতঙ্কের অন্যনাম ছিল ব্রাজিলের। এর আগে কোপাতেই প্যারাগুয়ের বিপক্ষে ২০১১ ও ২০১৫ সালে কপাল পুঁড়েছে সাম্বা নৃত্যের দেশটির। তবে এবার গোলকিপার অ্যালিসন বেকারের হাত ধরে দল সেই দুঃস্বপ্ন কাটিয়ে উঠল।

উত্তেজনা ছড়ানো লড়াইয়ে টাইব্রেকারে প্রথম শটটি নেন প্যারাগুয়ের গুস্তাভো গোমেজ। আর সেই শটটিই আটকে দেন ব্রাজিলের তারকা গোলকিপার অ্যালিসন। মাঝের তিনটি শটে গোল করেন প্যারাগুয়ের মিগেল আলমিরোন, ব্রুনো ভালদেস ও মাতিয়াস রোহাস। আর ব্রাজিলের হয়ে নিশানা খুঁজে নেন উইলিয়ান, মার্কিনিয়োস ও ফিলিপে কৌতিনিয়ো। কিন্তু রবার্তো ফিরমিনো চতুর্থ শটে গোল পারেন নি। তখন ব্যবধান দাঁড়ায় ৩-৩।

তারপরই প্যারাগুয়ের শেষ শট নিতে ব্যর্থ গনসালেস। বল পোস্টের বাইরে পাঠিয়ে দেন তিনি। সেই সুযোগে গাব্রিয়েল জেসুসের গোলে আনন্দে ভাসে ব্রাজিল শিবির।

তবে নিজেদের মাঠে ম্যাচের শুরুতে দুর্দান্ত ফুটবল খেললেও অবশ্য গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে খেলা যতো গড়িয়েছে এতোই এলোমেলো হয়েছে ব্রাজিল। ভাগ্য ভালো উল্টো গোল হজম করতে হয়নি তাদের। বিশেষ করে ২৯তম মিনিটে এগিয়ে যেতে পারতো প্যারাগুয়ে। দেরলিস গনসালেসের শট কোনরকমে আটকে দেণ গোলকিপার আলিসন।



এরমধ্যে ৫৪তম মিনিটে দশজনের দল হয়ে যায় প্যারাগুয়ে। ডি-বক্সের মুখে রবের্তো ফিরমিনোকে ফাউল করেন ফাবিয়ান বালবুয়েনা। শুরুতে পেনাল্টির বাঁশি দেন রেফারি। এরপর ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত পাল্টে ফ্রি-কিক দেন রেফারি। আর বালবুয়েনাকে লাল কার্ড দেখিয়ে পাঠিয়ে দেন মাঠের বাইরে।

বাকীটা সময় দশজন নিয়েই খেলতে হয় প্যারাগুয়ের। কিন্তু তারপরও সুযোগটা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। এর মধ্যে ৭৪তম মিনিটে জেসুস হতাশ করেন গ্যালারির দর্শকদের। ছোট ডি বক্সে বল পেয়েও তা কাজে লাগাতে পারেন নি তিনি!

টাইব্রেকারের ভাগ্য পরীক্ষা শেষে তিন আসর পর কোপা আমেরিকার সেমিতে উঠল ব্রাজিল। আগের দুবারই প্যারাগুয়ের কাছে হেরে মিশন শেষ হয়েছিল তাদের!

আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় আরেক কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এই ম্যাচের বিজয়ী দলের সঙ্গেই লড়বে ব্রাজিল।

এ সম্পর্কিত আরও খবর