পাঁচ জয়ে নতুন উচ্চতায় অধিনায়ক কোহলি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 15:23:08

ব্যাট হাতে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। গড়ছেন একের পর এক রেকর্ড! আবার নেতৃত্বেও মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। এবারই প্রথমবারের মতো তার অধিনায়কত্বে বিশ্বকাপে খেলছে ভারত। আর অভিষেকেই একের পর এক জয় এনে দিচ্ছেন তিনি। এইতো বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অধিনায়ক হিসেবে মাইলফলক স্পর্শ করলেন কোহলি।

ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বক্রিকেটের মেগা আসরে প্রথম পাঁচ ম্যাচ জয়ের অনন্য নজির গড়লেন তিনি। বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড বিপক্ষে ম্যাচটি হিসাবে ধরলে বিশ্বকাপে ভারত অধিনায়ক হিসেবে প্রথম ছয় ম্যাচেই অপরাজিত বিরাট কোহলি!

এর আগে বিশ্বকাপে টানা এমন সাফল্য ধরা দেয়নি কোন ভারতীয় অধিনায়কের হাতে।

এবার চির শত্রু পাকিস্তানকে হারিয়েই নিজেকে নিয়ে যান ভিন্ন এক উচ্চতায়। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ জয়ের রেকর্ড গড়েন। তারও আগে ১৯৮৩ সালের বিশ্বকাপে কপিল দেবের নেতৃত্বে প্রথম দু’ম্যাচে জয় পায় ভারত। অধিনায়ক হিসেবে বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচ জিতে কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনিদের চেয়ে অনেক এগিয়ে গেলেন বিরাট।

উইন্ডিজকে বিশ্বকাপ লড়াইয়ে অনায়াসেই হারিয়েছে ভারত। ১২৫ রানের বিরাট সেমির দরজায় পা রেখেছে ‘মেন ইন ব্লু’ খ্যাত দলটি। ম্যাচে ৮২ বলে ৭২ রান তুলে সেরা হয়েছেন কোহলি।। ম্যাচে ৩৭ রান করতেই দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের এলিট ক্লাবে পা রাখেন তিনি।

ইতিহাসের ১২ নম্বর ব্যাটসম্যান হিসাবে ২০ হাজারি ক্লাবে নাম লেখে পেছনে ফেলেন শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। শচিন ও লারার চেয়ে ৩৬ ইনিংস খেলে এই মাইলফলকে পা রাখেন কোহলি। তিনি ৪১৭তম আন্তর্জাতিক ইনিংসে বিশ হাজারি ক্লাবে নাম লেখান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জয়ের আগেই বিরাটের দল বিশ্বকাপে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এখন টেবিলে দ্বিতীয়স্থানে ভারত। আর একটি জয়েই নিশ্চিত হবে সেমি-ফাইনালে। রোববার সেই মিশনে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ড! সেই ম্যাচেও জয়ে চোখ বিরাটের।

এ সম্পর্কিত আরও খবর