সব চাপ শুষে নিতে পারেন ধোনি: জাসপ্রিত বুমরাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:18:33

আফগানিস্তানের বিপক্ষে স্লো ব্যাটিং করে সমালোচনার মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার (২৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলেন ধীর গতির ইনিংস। তবে শুরুটা কচ্ছপ গতির হলেও শেষটায় বিস্ফোরক ব্যাটিং দেখিয়ে ৬১ বলে ৫৬ রান তুলে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সুবাদে দলকে পৌঁছে দেন ৭ উইকেটে ২৬৮ রানের স্বস্তিকর স্কোরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বিপদের মাঝেও দলের হাল ধরায় ধোনির পাশে দাঁড়ালেন জাসপ্রিত বুমরাহ।

ভারতীয় এ ফাস্ট বোলার ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনির প্রশংসা করে বলেন, ‘ধোনি সব ধরনের চাপ শুষে নিতে পারেন। তার সেই অভিজ্ঞতা ফের কাজে লাগল দলের বিপদে।’

ধোনির কাছ থেকে শিখতে চান বুমরাহ। বলেন, ‘ম্যাচটা গভীরে নিয়ে গেছেন ধোনি। খেলেছেন নিজের স্বাভাবিক স্টাইলে। আমাদের মতো তরুণরা তার কাছ থেকে শিক্ষা নিতে পারি। তার দামি ও কার্যকরী এ ইনিংসের কারণেই আমরা ২৭০-এর কাছাকাছি পৌঁছাতে পেরেছি।’

ধোনির ধীর গতির ব্যাটিংকে ইতিবাচক হিসেবেই দেখছেন ভারতীয় তারকা ক্রিকেটার বুমরাহ। তিনি বলেন ‘মনে হচ্ছিল ধোনি অনেক সময় নিচ্ছেন এবং ধীরে খেলছেন। এমন স্লো উইকেটে সময় নেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমরা সবাই দেখেছি ধোনি ম্যাচটা গভীরে নিয়ে গেছেন। তার জন্যই ম্যাচ শেষে আমরা ২৬৮ রানের ভালো একটা স্কোর পেয়েছি।’

ওল্ড ট্রাফোর্ডের লড়াইয়ে ব্যাট হাতে নেমে শুরুতে ৪০ বলে ধোনি নিয়েছিলেন ২০ রান। শেষে ব্যক্তিগত স্কোরটা ৫৬ রানে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত টিকে থাকেন ক্রিজে। ওশানে টমাসের শেষ ওভারেই নেন ১৬ রান। ৭০ রানের পার্টনারশিপ গড়েন হার্দিক পান্ডের সঙ্গে। দলকে এনে দেন লড়াকু স্কোর।

এ সম্পর্কিত আরও খবর