মাঠে নামছে বিশ্বকাপের চার দেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 21:04:02

ওয়ানডে বিশ্বকাপে আজ শনিবার মাঠে নামছে অস্ট্রেলিয়া। লর্ডসে আজ তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে শেষ চারে আগেই জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে একদিনের ক্রিকেটের মহাযজ্ঞের পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমি-ফাইনালে পা রাখতে চায় অজিরা। লক্ষ্যটা সামনে রেখে আজ জিততে চায় অধিনায়ক অ্যারন ফিঞ্চের দল।

আর পাকিস্তানের কাছে হারের কষ্ট ভুলে জয়ের পথে ফিরতে চায় গতবারের রানার-আপ নিউজিল্যান্ড। নিশ্চিত করতে চায় সেমি-ফাইনালের টিকিট। অজিদের টপকে উঠে যেতে যায় পয়েন্ট তালিকার শীর্ষে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লড়াই ক্রিকেট প্রেমীরা টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

৭ ম্যাচে ৬ জয় (আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে) ও এক হারে (ভারতের বিপক্ষে) ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন অস্ট্রেলিয়া। আজ জয়ের কোনো বিকল্প ভাবছে না লিগ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর বর্তমান চ্যাম্পিয়নরা।

৭ ম্যাচে ৫ জয়ে (শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও ১ হারে (পাকিস্তানের বিপক্ষে) ১১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অধিনায়ক কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। কিউইরা অবশ্য ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেনি বৃষ্টির কারণে।

ক্রিকেট বিশ্বকাপের আরেক ম্যাচে পাকিস্তানের মুখোমুখি আফগানিস্তান। সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখতে আফগানদের হারাতেই হবে অধিনায়ক সরফরাজ আহমেদদের। বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি আফগানিস্তান। বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে বিরাট কোহলিদের কাছে হার মেনেই। দেশে ফেরার আগে অন্তত একটি জয়ের আশায় স্বপ্ন বুনছে অধিনায়ক গুলবাদিন নাইবের দল।

লিডসের আফগানিস্তান-পাকিস্তান ম্যাচ সরাসরি টিভির পর্দায় দেখা যাবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে।

৭ ম্যাচে ৩ হারের (ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে) বিপরীতে ৩ জয়ে (ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে) ৭ পয়েন্টে ষষ্ঠ স্থানে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচটি হয়নি বৃষ্টির কারণে।

৭ ম্যাচের সাতটিতেই হেরে (অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের বিপক্ষে) শূন্য পয়েন্ট নিয়ে তালিকার দশম দল আফগানিস্তান।

ক্রীড়াপ্রেমীদের জন্য টিভির পর্দায় থাকছে ফুটবল রোমাঞ্চ। কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠতে রাতে উরুগুয়ের মুখোমুখি পেরু। আর নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইতালি খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। অন্য ম্যাচে সুইডেন লড়বে জার্মানির বিপক্ষে।

চলুন দেখে নেই টেলিভিশনের পর্দায় শনিবার কখন কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
আফগানিস্তান-পাকিস্তান
সরাসরি বিকেল সাড়ে ৩টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও টু

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
সরাসরি সন্ধ্যা সাড়ে ৬টা
স্টার স্পোর্টস থ্রি

ফুটবল
কোপা আমেরিকা
কোয়ার্টার ফাইনাল
উরুগুয়ে-পেরু
সরাসরি রাত ১টা
বেইন স্পোর্টস

ফিফা নারী বিশ্বকাপ
কোয়ার্টার ফাইনাল
ইতালি-নেদারল্যান্ডস
সরাসরি সন্ধ্যা ৭টা
সনি টেন টু

জার্মানি-সুইডেন
সরাসরি রাত সাড়ে ১০টা
সনি টেন টু ও সনি লাইভ

এ সম্পর্কিত আরও খবর