সামনের ভালোর অপেক্ষায় মোসাদ্দেক এবং বাংলাদেশ

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, বার্মিংহ্যাম, ইংল্যান্ড থেকে | 2023-08-22 14:15:09

-বাংলাদেশ কেমন খেলছে?

ভালো, চমকপ্রদ ক্রিকেট খেলছে বাংলাদেশ এই বিশ্বকাপে!

উত্তরদাতা এক ভারতীয় সাংবাদিক। শুধু ইনিই নন, বার্মিংহ্যামে এসে যে কয়েকজন ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা হচ্ছে-সবাই দু’গাল ভরে বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করছেন।
খুব সম্ভবত এই প্রথম কোনো টুর্নামেন্টে এত উদারহস্ত কায়দায় ভারতীয়দের সমর্থন পাচ্ছে বাংলাদেশ। বার্মিংহ্যামের এই এজবাস্টনে ২ জুলাই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে হলে যে ম্যাচে জেতা বাংলাদেশের জন্য অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। মুখোমুখি লড়াইয়ের আগে বাংলাদেশ যে এখন বাকি সব প্রতিপক্ষের কাছ থেকেই প্রশংসা শুনছে-ভারতও সেই তালিকায়।

বিশ্বকাপে বাংলাদেশের সময়টা কাটছে ভালো-মন্দের মিশেলেই। তবে এখন পর্যন্ত জয়ী তিন ম্যাচে বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছে তাতেই এই দলকে নিয়ে বাকি প্রতিপক্ষরাও মুগ্ধ।

সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। মাঝে কিছুটা মন্দ গেছে। এখন শেষের দুই ম্যাচে যদি বাংলাদেশ শুরুর জয়ী পারফরমেন্স দেখাতে পারে-সেটাই ছড়াবে সাফল্যের আলো।

তবে পেছনের ভালো খেলা। আলো ছড়ানো। অতীতের সুখস্মৃতি-এসব নিয়ে ঢেঁকুর তোলার মধ্যে নেই বাংলাদেশ। দলের অফস্পিনার কাম লেটঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতও হায়াত রিজেন্সি হোটেলের সামনে দাড়িয়ে শনিবার সকালে তাই জানালেন-‘ দেখুন, ভালোর তো কোনো শেষ নেই। আর পেছনের ভালো দিক নিয়ে আমাদের চিন্তা করে আর লাভ নেই। এখন দৃষ্টি সামনে। আমাদের এখন সামনে এগোতে হবে।’

বাংলাদেশ দলের মতো মোসাদ্দেকের ব্যক্তিগত পারফরমেন্সও এবারের বিশ্বকাপে ভাল-মন্দের ব্র্যাকেট বন্দি। কাঁধের ইনজুরির কারণে ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মিস করেছেন। কিন্তু দলের হয়ে বাকি পাঁচ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ৯৮ রান। সর্বোচ্চ ৩৫। উইকেট শিকার ৩টি। নিজের প্রথম বিশ্বকাপে এখন পর্যন্ত মোসাদ্দেকের এই পারফরমেন্স। খুব একটা যে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তাও নয়। নিজের পারফরমেন্স প্রসঙ্গে মোসাদ্দেকের চিন্তা-ভাবনা বেশ পরিস্কার-‘আমার নিজের সন্তুষ্ঠি থেকে যদি দল সন্তুষ্ট হয়, তবে সেটাই আমার কাছে মুখ্য বিষয়। দল সন্তুষ্ট তো আমিও তাই।’

বিশ্বকাপের অর্ধেকের বেশি সময় শেষ। সেমি-ফাইনালের সময়ও চলে আসছে। পেছনের এই সময়ের বিশ্লেষণ জানাচ্ছে ভারতীয় দলের বোলিংই সাফল্যের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। লো- স্কোরের ম্যাচ যেভাবে ডিফেন্ড করে জিতেছে ভারত-তাতেই তাদের বোলিং শক্তি বাকি সবাইকে চোখ রাঙাচ্ছে।

-বাংলাদেশও কি ভারতীয় বোলিং নিয়ে বাড়তি কোনো চিন্তায় পড়েছে?

মোসাদ্দেক হোসেনের উত্তর-‘দেখুন, আমরা বিশ্বকাপের এমন একটা পর্যায়ে আমি আমার মনে হয় না, ভারত বা অন্য কোনো দলের বোলিং নিযে চিন্তা করার মতো কিছু আছে!’

শুধু এটুকু শুনে যদি আপনার মনে হয় মোসাদ্দেক বা বাংলাদেশ ২ জুলাই ভারতের বোলিংকে পাত্তাই দিচ্ছে না-তাহলে আপনি ভুল ভাবছেন।

মোসাদ্দেকের শেষ কথাটা শুনুন-‘অবশ্যই ভারত শক্ত প্রতিপক্ষ। যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে।’

ভালো কিছুর অপেক্ষায় থাকো বাংলাদেশ!

এ সম্পর্কিত আরও খবর