ইংল্যান্ডকে হারালেই সেমি-ফাইনালে ভারত

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-20 21:07:38

ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করতে আজ রোববার মাঠে নামছে ভারত। নতুন জার্সিতে দেখা মিলবে বিরাট কোহলিদের। বার্মিংহামে তাদের লড়াই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। যারা রয়েছে কঠিন চাপে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটির লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই!

ইংল্যান্ড-ভারত ম্যাচ ক্রিকেটপ্রেমীরা সরাসরি টিভির পর্দায় দেখতে পারবেন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে।

৬ ম্যাচে ৫ জয়ে (দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এখন ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি অবশ্য ভেসে গেছে বৃষ্টিতে। আজ জিতলেই শেষ চারে পৌঁছে যাবে টুর্নামেন্টে এখন পর্যন্ত অজেয় থাকা বিরাট কোহলির দল।

৭ ম্যাচে ৪ জয় (দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে) ও ৩ হারে (পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইংল্যান্ড। লঙ্কান ও অজিদের কাছে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে এখন ইংলিশরা। সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ ভারতকে হারানোর কোনো বিকল্প নেই ইয়ন মরগানদের সামনে।

এই ম্যাচটিতে চোখ থাকতে বাংলাদেশের দর্শকদেরও। কারণ ম্যাচটিতে ইংল্যান্ড হারলে সেমিতে খেলার সম্ভাবনা জোরালো হবে টাইগারদের। এরপর ভারত-পাকিস্তানকে হারাতে পারলেই দল পেয়ে যাবে শেষ চারের টিকিট।

এমন কী এবারই প্রথমবারের মতো চির শত্রু পাকিস্তানও সমর্থন দেবে ভারতকে। কারণ ইংলিশরা হারলে শেষ চারে খেলার সম্ভাবনা তৈরি হবে সরফরাজ আহমেদদেরও। সব মিলিয়ে জমজমাট এক ক্রিকেট ম্যাচের দৃশ্যপট তৈরি।

চলুন চোখ দেখে নেই কোন চ্যানেলে দেখতে পাবেন বিশ্বকাপের এই ম্যাচটি।

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
ইংল্যান্ড-ভারত
সরাসরি বিকেল সাড়ে ৩টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

এ সম্পর্কিত আরও খবর