শেষটা জয়ে রাঙাতে চায় আফগানিস্তান-উইন্ডিজ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-24 12:23:06

কিছুই হারানোর নেই তাদের। বিশ্বকাপের সেমি-ফাইনাল লড়াই থেকে দল ছিটকে গেছে আগেই। এখন শুধুই সম্মানের লড়াই। তেমনই ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান। লিডসে দুদলেরই এটি নিয়ম রক্ষার ম্যাচ।

লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের শেষ ম্যাচ এটি। তবে নিজেদের শেষ ম্যাচটা জয়ে রাঙাতে চায় তারা। দুটি জয় নিয়ে দেশে ফিরতে চাইছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি আফগানিস্তান। খালি হাতে ঘরে না ফিরে ভক্তদের অন্তত একটি জয় উপহার দিতে গুলবাদিন নাইবদের সামনে এটিই শেষ সুযোগ।

আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে।

৮ ম্যাচে ১ জয় (পাকিস্তানের বিপক্ষে) ও ৬ হারে (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে) ৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবিয়ানদের ম্যাচটি মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়।

৮ ম্যাচের সবগুলো হেরে (অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে) শূন্য পয়েন্ট নিয়ে দশ দলের তালিকার তলানিতে অবস্থান করছে আফগানিস্তান।

ক্রীড়াপ্রেমীদের জন্য এদিন টেলিভিশনের পর্দায় দেখা যাবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপও। বিকেল থেকেই বছরের তৃতীয় ও সবচেয়ে মর্যাদাকর গ্র্যান্ড স্ল্যাম আসরের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। 

চলুন দেখে নেই- টেলিভিশনের পর্দায় বৃহস্পতিবার কখন কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
সরাসরি বিকেল সাড়ে ৩টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান

টেনিস
উইম্বলডন
সরাসরি বিকেল সাড়ে ৪টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

এ সম্পর্কিত আরও খবর