দেশে ফিরে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন মাশরাফি

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন, ইংল্যান্ড থেকে | 2023-08-24 21:49:53

মাশরাফির সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার উঠলো প্রশ্নটা-‘অধিনায়ক আপনার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভবিষৎতের পরিকল্পনা কি?’

মাশরাফি কোনো ধরনের ব্রেকিং নিউজের জন্ম না দিয়ে সাফ জানালেন-‘আপাতত বাড়ি ফিরে যাওয়াই আমার ভবিষৎ পরিকল্পনা! তারপর দেশে ফিরে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে চিন্তা করবো। চুড়ান্ত সিদ্ধান্ত তখনই নেবো।’

মাশরাফি আগেই জানিয়েছিলেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ। নিজের শেষ বিশ্বকাপ জয়ে শুরু করলেও শেষটা হলো ৯৪ রানের বড় হার দিয়ে। তাও আবার লর্ডসে। যেখানে এই প্রথম কোনো ওয়ানডে ম্যাচ খেললো বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে এসেছিলো। কিন্তু সেমিফাইনালের আগেই এবারো দেশে ফিরতে হচ্ছে দলকে। পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশ দলকে ইংল্যান্ডের মাঠে দর্শকরা দারুণ সমর্থন দিয়ে গেছেন। মাশরাফি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন-‘মাঠে এবং মাঠের বাইরে আমাদের যতো সমর্থকরা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। এভাবেই আমাদের সমর্থন দিয়ে যান। আশা করছি সামনের সময়ে আমরা আপনাদের সন্তুষ্ঠ করতে পারবো।’

সামনেবার মাশরাফি থাকবেন না। কিন্তু সাকিব তো আছেন। মুশফিকও খেলবেন। মাশরাফি সেই প্রসঙ্গে বললেন-‘এই দলের ভবিষৎ অনেক ভালো। পরের বিশ্বকাপ ভারতের মাটিতে হবে। আমি নিশ্চিত ঠিকমতো পরিকল্পনা নিতে পারলে সেই বিশ্বকাপে আমাদের দলটা অবশ্যই ভালো কিছু করবে।’

-সেই ভালো কি বিশ্বকাপ জেতা?

মাশরাফির উত্তর-‘ সেটা আমি ঠিক বলতে পারবো না। কারণ আমি বিশ্বাস করি ট্রফি জিততে হলে অবশ্যই ভাগ্যের সহায়তার কিছুটা প্রয়োজন আছে।’

এই বিশ্বকাপে সেই ভাগ্যের সহায়তা বাংলাদেশ খুব একটা পায়নি। আর মাঠের ক্রিকেটে ব্যাটিং বাংলাদেশের বীরত্ব হলেও খরুচে বোলিং এবং চরম বাজে ফিল্ডিং পুরো বিশ্বকাপ জুড়েই বাংলাদেশকে চরম ভুগিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর