রানরেটের নিয়ম বাতিলের দাবি পাকিস্তান কোচের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:16:34

লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯৪ রানে জিতেও লাভ হল না পাকিস্তানের। নিউজিল্যান্ডের সমান জয় পরাজয়। পয়েন্টও একই। কিন্তু রানরেটে পিছিয়ে থাকায় ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে যাওয়া হল সরফরাজ আহমেদদের।

একদিনের ক্রিকেটের মহাযজ্ঞ থেকে পাকিস্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না কোচ মিকি আর্থার। রানরেট নিয়ম পুনর্বিবেচনা করতে আইসিসি-র কাছে আর্জি জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেট কোচ আর্থার সাংবাদিকদের বলেন, ‘আমি চাই আইসিসি মুখোমুখি লড়াই বিবেচনায় নিক। কারণ আজ রাতে (শুক্রবার) আমাদেরই সেমি-ফাইনালে থাকার কথা ছিল। এটা হতাশাজনক। এটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচে (ম্যাচে বড় ব্যবধানে হার মেনেছিল পাকিস্তান) ফিরে যাওয়ার মতো।’

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। সেই আক্ষেপটা ঝরল কোচ আর্থারে কণ্ঠে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার সুবর্ণ সুযোগ ছিল আমাদের। কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। সেমি-ফাইনালেও যেতে পারলাম না। দুটিই আমার জন্য দুঃস্বপ্নের  মতো।’

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৫ সংগ্রহ করে পাকিস্তান। টাইগারদের সাত রানে আটকে দিতে পারলেই রানরেটে কিউইদের ছাড়িয়ে যেতে পারত পাকিস্তান। এবং নিউজিল্যান্ডকে টপকে চতুর্থ স্থানে উঠে যেতে পারত পাকিস্তান। সঙ্গে পেতো সেমি-ফাইনালের টিকিট।

কিন্তু অসম্ভবকে সম্ভব করতে না পারায় ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করল পাকিস্তান।

এ সম্পর্কিত আরও খবর