হিটম্যান থেকে রেকর্ড শর্মা!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 11:11:07

অনেকেই মজা করে তাকে ডাকছেন রেকর্ড শর্মা! ঠিক যেন তাই। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। বিস্ময়কর ব্যাটিংয়ের পসরা সাজিয়ে এবারের বিশ্বকাপে গড়েছেন বিশ্বরেকর্ড। প্রথম ব্যাটসম্যান হিসেবে তুলে নিয়েছেন ৫টি শতরান। রোহিত শর্মা ভেঙ্গেছেন দুই কিংবদন্তি শ্রীলঙ্কার কুমার সাঙ্গকারা ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের রেকর্ড!

একই বিশ্বকাপে চার শতরান তুলে গতবারই রেকর্ড গড়েছিলেন সাঙ্গাকারা। এবার তাকে পেছনে ফেললেন রোহিত। আর সব মিলিয়ে ওয়ানডের এই বিশ্বসেরার লড়াইয়ে ৫ সেঞ্চুরি ছিল রিকি পন্টিংয়ের। তাকেও টপকে গেলেন ভারতের এই মহা তারকা! একইসঙ্গে বিশ্বকাপ ইতিহাসে শচীনের গড়া সবচেয়ে বেশি শতকের (৬টি) স্পর্শ করলেন রোহিত।

যদিও রেকর্ড কথা মাথাতেই থাকে না তার। তার কাছে সবার আগে দল। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে দল জেতানোর পর রোহিত জানাচ্ছিলেন, ‘দেখুন, রেকর্ড গড়ার জন্য বিশ্বকাপে আসিনি আমি। আমার পরিকল্পনা-ভাল ব্যাট করে ভারতকে জেতানো। উইকেটে যতক্ষণ থাকি চেষ্টা করি-নিজেকে উজাড় করে দিয়ে খেলতে। নিজেকে অনেক সামলে নিয়েছি। আগে ভুল করেছি। এখন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছি।’ রেকর্ডের কথা মাথায় না থাকলেও তিনি চমক দেখিয়েই যাচ্ছেন। ভক্তরাও হিটম্যানকে আদর করে ডাকছে রেকর্ড শর্মা।

মাঠে নামার আগেই অতীতটা ভুলে যান রোহিত। তার ভাবনায় থাকে শুধুই বর্তমান। স্পষ্ট জানিয়ে রাখলেন, ‘প্রতিটা দিনই সকালে উঠে ভাবি-আজই আমার প্রথম ম্যাচ। আমার কোন সেঞ্চুরি কিংবা হাফসেঞ্চুরিও নেই। নিজের সেরাটা দেওয়া প্রস্তুতি নিয়েই নামি মাঠে।’

এবারের বিশ্বকাপে এখন অব্দি ৮ ইনিংসে খেলে রোহিত শর্মা তুলেছেন ৬৪৭ রান। গড় ৯২.৪২। রান সংগ্রহে শীর্ষে তিনিই। আট ইনিংস এমন- ১২২*, ৫৭, ১৪০, ১, ১৮, ১০২, ১০৪, ১০৩। 

রান সংগ্রহে তারপরই আছেন ডেভিড ওয়ার্নার (৬৩৮) ও সাকিব আল হাসান (৬০৬)। বিস্ময়ের জন্ম দিয়ে হিটম্যান থেকে এখন তিনি হয়ে গেলেন রেকর্ড শর্মা!

এমন সাফল্যের পর প্রশংসায় ভাসছেন রোহিত। শচীন টুইটারে লিখলেন, ‘টানা তিন ম্যাচে সেঞ্চুরি। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি- দু’টি ম্যাচ বাকি থাকতে এমন রেকর্ড সত্যিই অসাধারণ!’ বীরেন্দ্র শেবাগ লিখলেন, ‘আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে চলার সঙ্গে বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরির মাত্রা বেড়েই চলেছে। অবিশ্বাস্য ফর্মে রয়েছে।’

বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত পাচ্ছে নিউজিল্যান্ডকে। মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে নামবে বিরাট কোহলির দল।

এ সম্পর্কিত আরও খবর