ধোনির জন্য ‘উপহার’ সাজাচ্ছেন কোহলি!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড থেকে | 2023-08-31 03:05:02

সেমি-ফাইনাল নিয়ে কথা বলতে বসে বিরাট কোহলি আরো দূরে চোখ রাখলেন-ফাইনাল!

এখনো সেমি-ফাইনাল শুরুই হয়নি, কিন্তু ১৪ জুলাইয়ের ফাইনালেও নজর ভারত অধিনায়কের। লর্ডসের ফাইনালেও নিজেকে টস করতে নামতে দেখতে পাচ্ছেন এখনই বিরাট কোহলি। আর তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলার আগে বারকয়েকই মনে করিয়ে দিলেন-‘আমাদের এখন দুটো ম্যাচ বাকি।’

আর এই ম্যাচের সঙ্গে আরেকটি কাজ বাকি কোহলির। মহেন্দ্র সিং ধোনির জন্য বিদায় সংবর্ধনা স্তবক সাজানো! ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক ধোনির এটি শেষ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটকে অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে ধোনি যা দিয়েছেন-তাতে তার বিদায়টা যেন তেমনই অবিস্মরণীয় কিছু হয়, সেই অপেক্ষায় এখন ভারতীয় দল।

ধোনির শেষ বিশ্বকাপে তার হাতে ট্রফি তুলে দেয়ার স্বপ্ন দেখছে এই ভারতীয় দল। যে কায়দায় ২০১১ সালের বিশ্বকাপে শচীন টেন্ডুলকারকে বিদায় উপহার দিয়েছিলো ভারতীয় দল, ধোনির জন্যও একই উপহার তুলে নেয়ার পরিকল্পনায় তারা এবার।

২০১১ সালের বিশ্বকাপ জেতার পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকারকে কাঁধে তুলে নিয়ে পুরো মাঠে দৌড়েছিলেন বিরাট কোহলি। সেটি ছিলো কোহলির প্রথম বিশ্বকাপ। শচীনকে কাঁধে নিয়ে দৌড়ানোর সেই ব্যাখায় সেদিন কোহলি বলেছিলেন-‘শচীন টেন্ডুলকার ২১ বছর ধরে পুরো ভারতীয় দলকে তার কাঁধে বয়ে বেড়িয়েছেন। এখন বিশ্বকাপ জয়ের দিন তাকে আমাদের কাঁধে নিয়ে বয়ে চলাটা দারুণ মানিয়ে যাচ্ছে।’

-এমন কিছু কি ধোনির জন্যও জমা রেখেছে বিরাট কোহলির ভারত?

কোহলি জানালেন-‘২০১১ সালের ফাইনালের সেই ঘটনার জন্য তেমন আগাম কোনো প্রস্তুতি ছিলো না আমার। আর তাই এবারো যে তেমন কিছু ঘটবো না সেটা এখনই বলতে পারছি না! সত্যি বলতে কি, ধোনির জন্য এই বিশ্বকাপে সবাই স্পেশাল কিছু দেয়ার জন্য জমা রেখেছে। আমরা যারা তার নেতৃত্বে ক্যারিয়ার শুরু করেছিলাম তাদের কাছে ধোনি সন্মানের এক নাম। আমাদেরকে চমৎকার কিছু সুযোগ দেয়ার জন্য তাকে ধন্যবাদ। আমাদের ওপর আস্থা রাখার জন্য তাকে ধন্যবাদ। পেছনের বছরগুলোতে পুরো দলের উত্তরণে তার ভুমিকা, তার দায়িত্ববোধ তাকে সন্মানিত করেছে। পুরো ভারতীয় দলের জন্য ধোনি যা করেছেন সেজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। এখনো পুরো দলের সঙ্গে আনন্দ-হাসি-উচ্ছাসে সময় কাটে তার।’

৭ জুলাই জন্মদিন ছিলো ধোনির। লিডস থেকে বাসে ফেরার সময় জন্মদিনের কেক কাটাকাটি হলো। হ্যাপি বার্থডে গান-টান চললো।

তবে ধোনির হাতে আসল উপহার তুলে দেয়ার দিন জমা রেখেছে ভারত ১৪ জুলাইয়ের জন্য!

এ সম্পর্কিত আরও খবর