জন্মদিনে শুভেচ্ছা বন্যায় ভাসলেন সৌরভ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 23:28:18

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের প্রবাদ পুরুষ। প্রিয় মাতৃভূমির ক্রিকেটে রেখেছেন অসামান্য অবদান। শুধু তাই নয়। মাঠের বাইরেও অবদান রয়েছে তার। কিংবদন্তি এ ক্রিকেটারের গাইডলাইনে বেড়ে উঠেছে দেশটির অনেক তারকা।

এমন একজন ব্যক্তিত্বের জন্মদিনে যা হওয়ার কথা তেমনটাই হয়েছে। মানে ৪৭তম জন্মদিনে রীতিমতো শুভেচ্ছা বন্যায় ভেসেছেন সৌরভ। সোমবার ৮ জুলাই, শচীন টেন্ডুলকার থেকে করে বীরেন্দ্র শেবাগরা ভালোবাসা আর অভিনন্দনে সিক্ত করেছেন ভারতের অন্যতম সেরা এ ক্যাপ্টেনকে।

লিটল মাস্টার শচীন টেন্ডুলকার তো টুইটারে রীতিমতো স্মৃতিকাতর। ছোটবেলার একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেন, ‘শুভ জন্মদিন দাদা। তোমার সঙ্গে অনূর্ধ্ব ১৫ দলে খেলা থেকে শুরু করে ধারাভাষ্যেও অসাধারণ এক অভিযাত্রায় ছিলাম আমি। ভাল থেকো। বছরটা দুর্দান্ত কাটুক।’

বীরেন্দ্র শেবাগ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন ৫৬ ইঞ্চির অধিনায়ক। ৫৬ ইঞ্চি বুকের ছাতি যার। সপ্তম মাসের অষ্টম দিন মানে, ৮ গুনিতক ৭ = ৫৬ এবং বিশ্বকাপ গড়ও ৫৬।  শুভ জন্মদিন দাদা। বিধাতা তোমার মঙ্গল করুণ।’

সৌরভের অতি কাছের শিষ্য যুবরাজ সিং লিখেছেন, ‘যে ব্যক্তিটি নিজের হাতে ভবিষ্যতের জন্য আমাদের গড়ে তুলেছেন। সমর্থন দিয়ে গেছেন। আমার কাছে আপনি সবসময়ই স্পেশাল। অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। জন্মদিন শুভ হোক।’

সৌরভের আরেক ভক্ত মোহাম্মদ কাইফ টুইট বার্তায় লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে চমৎকার পরিবর্তন এনে দেওয়া মানুষটাকে জানাই শুভ জন্মদিন। অসাধারণ এক অধিনায়ক, যিনি সব সময় আস্থাভাজন ক্রিকেটারদের পাশে থেকেছেন।’

হরভজন সিং এক টুইটে জানান, ‘শুভ জন্মদিন টাইগার। আমার বড় ভাই সৌরভ গাঙ্গুলি। এই মানুষটি আমাদের শিখিয়েছে দেশের বাইরে কীভাবে জিততে হয়। অসাধারণ এক কিংবদন্তি তুমি। দীর্ঘজীবী হও দাদা। তোমাকে সব সময় ভালোবাসি।’

সৌরভ এখন বিশ্বকাপের ধারাভাষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই ফাঁকে জন্মদিনটা দারুণ কাটল তার।

এ সম্পর্কিত আরও খবর