১০ হাজার ডলার দিতেই হলো সেরেনার

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-11 15:24:18

উইম্বলডনে খেলতে গিয়ে জরিমানা গুনলেন সেরেনা উইলিয়ামস। তবে কোর্টের লড়াইয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নয়। লন্ডনের গ্র্যান্ড স্ল্যাম আসরের কোর্টের ক্ষতি করায় শাস্তি পেলেন এ মেগাস্টার। জরিমানা হিসেবে তাকে দিতেই হলো ১০ হাজার ডলার (৭৯৮৮ পাউন্ড)।

তবে ঘটনাটা টুর্নামেন্ট শুরুর আগে। টেনিসের তৃতীয় এ মেজর আসর কোর্টে গড়ানোর আগে অনুশীলনে কাণ্ডটি ঘটিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের এ টেনিস সুপারস্টার।

অল ইংল্যান্ড ক্লাবে অনুশীলন করার সময় হাতের র্যানকেট দিয়ে কোর্টের ক্ষতি করে ছিলেন সাবেক নাম্বার ওয়ান সেরেনা। তারই মাশুল গুনলেন এখন তিনি।

সেরেনার সঙ্গে ৩ হাজার ডলার (২৩৯৬ পাউন্ড) জরিমানা দিয়েছেন ফ্যাবিও ফোগনিনিও। শাস্তি পেয়ে রেগে যান এ ইতালিয়ান খেলোয়াড়।

তৃতীয় রাউন্ডে টেননিস স্যান্ডগ্রেনের কাছে হেরেই ইতালিয়ান ভাষায় ফোগনিনি করে ফেলেন বেফাঁস মন্তব্য, উইম্বলডনকে বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত।   

হাঁটুর ইনজুরির কারণে ১১তম বাছাই হিসেবে এবারের উইম্বলডনে খেলছেন সেরেনা। চলতি বছর এটি তার ষষ্ঠ টুর্নামেন্ট।

সাতবারের উইম্বলডন জয়ী ৩৭ বছরের সেরেনা কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে পৌঁছে গেছেন টুর্নামেন্টর কোয়ার্টার-ফাইনালে। শেষ আটে তার প্রতিপক্ষ স্বদেশী অ্যালিসন রিস্কে। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতের দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন ২৩ সিঙ্গেল মেজর ট্রফি জয়ী সেরেনা।

এ সম্পর্কিত আরও খবর