ফুটবলার মার্জিয়া-সাজেদাকে ঢামেকে স্থানান্তর

ফুটবল, খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-30 11:05:55

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলার মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মমেক থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের ঢামেকে পাঠানো হয়। ঢামেকের ডেঙ্গু ইউনিটে দুজনকে ভর্তি করা হবে৷

মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার বার্তাটোয়েন্টিফোর.কম-কে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত ফুটবল কন্যা মার্জিয়া-সাজেদা

তিনি জানান, মার্জিয়া ও সাজেদার রক্তের অণুচক্রিকা কমে যাওয়ার কারণে চার সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাদেরকে ঢামেকের ডেঙ্গু ইউনিটে রেফার করা হয়েছে।

এর আগে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার (৯ জুলাই) সকালে তাদের নিজ গ্রাম কলসিন্দুর থেকে মমেকে এনে ভর্তি করান কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মালা রাণী সরকার।

এদিকে বুধবার (১০ জুলাই) সকালে মার্জিয়া-সাজেদার চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর