‘হৃদয় ভেঙে গেছে আমাদের’

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:45:55

পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলে আসল লড়াইয়েই ফ্লপ! পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমি-ফাইনালে উঠে এসেছিল ভারত। অথচ তারাই কীনা ফাইনালে উঠার লড়াইয়ে খেলল এলোমেলো ক্রিকেট। হিসাব মিলছে না ভারতীয় ক্রিকেট ভক্তদের। নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারের পর হতাশাতেই পুঁড়ছেন বিরাট কোহলিরা। কেন এমন হলো-উত্তর খুঁজছেন ভারত অধিনায়কও।

অথচ বিশ্বকাপের লিগ পর্বে দুর্দান্ত দাপট দেখিয়েই ভারত পেয়েছিল সেমি-ফাইনালের টিকিট। সবার ওপরে থেকে শেষ চারে উঠলেও ফাইনালে উঠার লড়াইয়ে ব্যাটসম্যানরা ফ্লপ! রিজার্ভ ডে-তে গড়ানো এই ম্যাচে লক্ষ্যটা আকাশ ছোঁয়া ছিল না!

ফাইনালের টিকিট পেতে দরকার ছিল মাত্র ২৪০। কিন্তু ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সেই রান তুলতে পারেনি ভারত। রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি-তিনজনই করেন মাত্র ১ রান করে। ৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে সাহায্য করেছিলেন মহেন্দ্র সিং ধোনি আর রবিন্দ্র জাদেজা। শতরানের জুটি গড়লেও অবশ্য শেষ রক্ষা হয়নি।

টানা দুটি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিল ভারত। ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। এবার কিউই শেষ করে দিয়েছে বিরাট কোহলিদের স্বপ্ন!

এভাবে বিদায়ে হতাশ কোহলি। ভারত অধিনায়ক জানাচ্ছিলেন, ‘এভাবে বিদায়ে অবশ্যই খুবই হতাশ। খেয়াল করলে দেখবে বিশ্বকাপ জুড়েই অসাধারণ ক্রিকেট খেলেছি। কিন্তু ৪৫ মিনিটের বাজে ক্রিকেটে বিশ্বকাপ শেষ হওয়াটা দুঃখজনক। হৃদয় ভেঙে গেছে আমাদের।’

কোহলি হারটাও মেনে নিয়েছেন। কারণ নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবেই উঠেছে ফাইনালে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভারত অধিনায়ক আরো বলেন, ‘দেখুন, নকআউটে যেকোনো দল জিততে পারে। এটা বলতে আপত্তি নেই নিউজিল্যান্ড আমাদের চেয়ে বেশি সুসংগঠিত ছিল। দারুণ খেলেছে ওরা। যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে কিউইরা।’

একইসঙ্গে অবশ্য যে ভক্তরা এমন দুঃসময়ে পাশে আছে তাদের ধন্যবাদও জানালেন কোহলি। বলছিলেন, ‘আমাদের সকল ভক্তদের ধন্যবাদ। বিশ্বকাপে তারা আমাদের অসাধারণ সমর্থন যুগিয়েছেন আপনারা। আমাদের প্রতিটি ম্যাচেই হাজারো সমর্থক এসেছেন মাঠে।’

এ সম্পর্কিত আরও খবর