বার্মিংহ্যামের সেমি-ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর,বার্তাটোয়েন্টিফোর.কম, বার্মিংহ্যাম, ইংল্যান্ড থেকে | 2023-08-22 18:19:18

বার্মিংহ্যামের এজবাস্টন কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। টসে জিতো, ব্যাট করো, স্কোরবোর্ডে বড়ো সঞ্চয় জমা করো-ব্যস ম্যাচ জিতে নাও। এখানে ম্যাচ জেতার ফর্মূলা আপাতত এটাই। আর তাই এজবাস্টনের সেমি-ফাইনালে টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারেন ফিঞ্চ যথারীতি ব্যাটিং বেছে নিয়েছে।

অস্ট্রেলিয়া এই ম্যাচের একাদশে একটি বদল এনে খেলছে। ইনজুরির কারনে ওসমান খাজা দলে নেই। তার জায়গায় খেলবেন পিটার হ্যান্ডসকম্ব। টসে হেরে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানও জানান-‘এই উইকেটে আমাদের আগে ব্যাট করার ইচ্ছে ছিলো। তবে সমস্যা নেই, আমরা রান তাড়া করে ম্যাচ জিততে জানি।’

বার্মিংহ্যামের সেমিফাইনালের জয়ী দল লর্ডসের ফাইনালে ১৪ জুলাই খেলবে। প্রথম সেমি-ফাইনালে ভারতকে হারিয়ে যে ফাইনালে আগেভাগে উঠে এসেছে নিউজিল্যান্ড।
 
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের লড়াইয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি হয়েছিলো লর্ডসে। সেই লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। ৬৪ রানের বড়ো ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া।

তবে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাম্প্রতিক রেকর্ড খুব ভালো। পরিসংখ্যান জানাচ্ছে-অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ১১টি ওয়ানডের ১০টিতেই জিতেছে ইংল্যান্ড।
 
ইংল্যান্ড: জেসন রয়, বেয়ারস্টো, জো রুট, মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ওয়ার্নার, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেসন বেহরেনডর্ফ।

এ সম্পর্কিত আরও খবর