বিষণ্ন মুখে বিদায় স্টিভ রোডসের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 18:34:07

স্টিভ রোডস অধ্যায়টা শেষ হয়েছিল দিন কয়েক আগেই। বাকী ছিল শুধুই আনুষ্ঠানিকতা। সেটাও শেষ বৃহস্পতিবার। বাংলাদেশ ক্রিকেট কোচের দ্বায়িত্ব ছাড়ার আগে শেষবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে দেখা গেল তাকে। তবে কথা বললেন না গণমাধ্যমের সঙ্গে। বিষণ্ন মুখে অনেকটা নীরবেই ঢাকা ছাড়লেন তিনি!

বিশ্বকাপ মিশন শেষে দলের সঙ্গে ঢাকায় ফিরেছিলেন হেড কোচ। তার ভাবনায় ছিল শ্রীলঙ্কা সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা তাকে ছাঁটাই নিয়ে সরাসরি কোন ইঙ্গিতও দেননি। কারণ চুক্তির মেয়াদ শেষ হতেও যে বছর খানেক বাকি।

কিন্তু দেশে ফিরতেই রোডস জানতে পারেন দুঃসংবাদ। বিশ্বকাপে তার পারফরম্যান্সে খুশি নয় বিসিবি। ব্যস, চাকরিটাও হারালেন! সেই দুঃখেই কীনা কে জানে, গণমাধ্যমে কোন কথাই বলেন নি ভদ্রলোক বলে পরিচিত এই কোচ।

কেন কথা বলেন নি, এনিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর ব্যখাটা এমন- ‘দেখুন, একটি সম্পর্কের ইতি হলে নানা ব্যাখ্যা হয়, তিনি হয়তো সেই সব এড়াতে চাইছেন। এটি তার ব্যক্তিগত বিষয়। তাছাড়া এটা জানাতে পারি তিনি সম্ভবত আজ বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। এটা একটা আনুষ্ঠানিকতা ছিল।’

এরইমধ্যে জানা গেছে-সমঝোতার ভিত্তিতেই স্টিভ রোডসের চুক্তি বাতিল করেছে বিসিবি।

তবে একদিন আগেই লন্ডনে ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট টুর্নামেন্টে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানাচ্ছিলেন, শ্রীলঙ্কা সিরিজে দায়িত্ব পালন করতে পারেন রোডস। কিন্তু সেই কথা মিলিয়ে যাওয়ার আগেই বিদায় নিলেন রোডস।

বাংলাদেশের হয়ে তার এক বছরের ক্যারিয়ারে সাফল্যটাও মন্দ নয়। তার অধীনে ৮ টেস্টে বাংলাদেশ জয় পায় ৩টিতে। এক বছরে ৩০ ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচেই জিতেছে টাইগাররা। টি-টুয়েন্টিতে ৬ ম্যাচ খেলে তিনটিতে জয় ও তিনটিতে হার।

রোডস ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১টি ওয়ানডে আর ৯টি টেস্ট। সাবেক এই এ উইকেটকিপার-ব্যাটসম্যান কাউন্টির দল উস্টারশায়ারের কোচ হিসেবেও কাজ করেছেন।

এদিকে ফের হেড কোচ শূণ্য হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি কর্তারা জানিয়েছেন, তারা কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। এমন কী গুঞ্জণ আছে ফের চন্ডিকা হাতুরুসিংহে ফিরে পারেন। যদিও চুক্তির মেয়াদ থাকতেই টাইগার কোচের চাকরি ছেড়ে শ্রীলঙ্কান দলে নাম লিখিয়েছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর