রোহিত বন্দনায় পাকিস্তানি গ্রেট মুশতাক মোহাম্মদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 09:47:48

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক আসরে পাঁচটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। সেমি-ফাইনালে থেকেই অবশ্য বিদায় নিয়েছে তার দল ভারত। নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে শেষ রোহিতদের মিশন। তার আগে এ উদ্বোধনী ব্যাটসমানের ব্যাট থেকে ৯ ম্যাচে ৮১.০০ গড়ে এসেছে ৬৪৮ রান। এখন অব্দি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

এমন দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দিয়ে ক্রিকেট অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা। নতুন করে অনেকে বনে গেছেন তার ভক্ত। পাকিস্তানের গ্রেট ক্রিকেটার মুশতাক মোহাম্মদকেও নিজের ভক্ত বানিয়ে ফেলেছেন এ মারকুটে ব্যাটসম্যান। তাই তো রোহিতের স্তুতি গাইলেন পাকিস্তানের এ কিংবদন্তি, ‘রোহিত বিস্ময়কর একজন খেলোয়াড়।’

রোহিত কী পাকিস্তানের কোনো ব্যাটসম্যানকে বা বর্নাঢ্য ক্যারিয়ারের অধিকারী হানিফ, সাদিক বা ওয়াজির মোহাম্মদের মধ্যে তার কোনো ভাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন? ৭৫ বছরের সাবেক ক্রিকেটার মুশতাক নিজের ও ভাইদের ওপরে রাখলেন রোহিতকেই, ‘রোহিত আমাদের চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান।

রোহিত শর্মার ব্যাটিং হাসি সবাইকে মুগ্ধ করছে। রোহিতের ব্যাটিংয়ে যারপর নাই মুগ্ধ মুশতাকও। এবং সেটা প্রকাশ করতে মাত্র তিনটি অতি মূল্যবান শব্দ ব্যবহার করেন পাকিস্তানের এ ক্রিকেট কোচ, ‘রোহিতের টেকনিক, আগ্রাসন ও শট বাছাই আমার খুব পছন্দ। তার ব্যাটিং দেখতেই ভালো লাগে।’

অধিনায়ক বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটের সেরা ক্রিকেটার হিসেবেই অভিহিত করেছেন রোহিতকে। কিন্তু তার সাথে একমত নন মুশতাক। কারো সঙ্গে কারোর তুলনায় বিশ্বাস করেন না তিনি। তবে সেরার তালিকায় রোহিতের সঙ্গে দেখছেন কোহলি ও বাবর আজমকেও।

সাবেক লেগ স্পিনার মুশতাক বলেন, ‘কাউকে অন্য কারো সঙ্গে তুলনা করতে পছন্দ করি না। আজকের দিনে আপনি যদি ভালো খেলেন, তাহলে আপনি ভালো খেলোয়াড়। কিন্তু যে অন্যদের চেয়ে বেশি ধারাবাহিক সেই সেরা খেলোয়াড়। কোহলি, রোহিত ও বাবর এখন ধারাবাহিক।’

তবে রোহিতকে টেস্টে তেমন একটা খেলার সুযোগ না দেওয়ায় হতাশ পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মুশতাক, ‘আমি হতাশ। কারণ ভারত তাকে টেস্টে খেলতে দেয় না। আমার বিশ্বাস ভারতীয় টেস্ট দলে জায়গা পেতে যথেষ্ট ভালো খেলোয়াড় ও।’

এ সম্পর্কিত আরও খবর