ম্যাকগ্রার বিশ্বরেকর্ড এখন স্টার্কের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 22:55:53

নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। স্বদেশী গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙে গড়লেন নতুন বিশ্বরেকর্ড। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা এখন তারই দখলে।

৫.১৮ ইকোনমি রেটে ২৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সেমিফাইনালে খেলতে নেমে ছিলেন স্টার্ক। ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যানকে জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নতুন এই মাইলফলক গড়েন বাঁ-হাতি এ অজি পেসার। ওয়ানডে বিশ্বকাপের এক আসরে তার উইকেট এখন ২৭টি।

এর আগে ওয়েষ্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডটি করে ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। বৃহস্পতিবার ২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে তার সেই পুরনো রেকর্ডটি ভেঙে দিলেন তারই স্বদেশী সিমার স্টার্ক।

পুরো বিশ্বকাপ জুড়েই অস্ট্রেলিয়ান মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন স্টার্ক। প্রিয় দলকে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন। ২৯ বছরের এ তারকা বোলার লিগ পর্বে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব গড়েন দুই বার।

প্রথমবার পাঁচ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সুবাদে অস্ট্রেলিয়া জমজমাট লড়াইটা জিতে যায় ১৫ রানে। দ্বিতীয় বার পাঁচ উইকেট পান প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষে। তার বোলিং ঝড়ে গত বারের চ্যাম্পিয়নরা জিতে যায় ৮৬ রানের বড় ব্যবধানে।

বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালে স্টার্কের রেকর্ড গড়ার ম্যাচে অবশ্য হেরে গেছে তার মাতৃভূমি অস্ট্রেলিয়া (২২৩/১০)। ১০৭ বল হাতে ৮ উইকেটের দুরন্ত জয়ে ফাইনালের টিকিট কেটেছে স্বাগতিক ইংল্যান্ড (২২৬/২)।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ জুলাই লর্ডসের ফাইনালে প্রথম বারের মতো বিশ্বকাপ জয়ের মিশনে নামবে অধিনায়ক ইয়ন মরগানের দল।

এ সম্পর্কিত আরও খবর