বিশ্বকাপ জিতলেও থাকবেন না ইংল্যান্ড কোচ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 20:30:14

ইংল্যান্ডের কোচ হিসেবে থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নেই ট্রেভর বেলিসের। এমনকি তার দল যদি বিশ্বকাপ ও অ্যাশেজ জেতেও। সেপ্টেম্বরে চুক্তির মেয়াদ শেষে ৫৬ বছরের এ অস্ট্রেলিয়ান কোচ সরে দাঁড়াতে যাচ্ছেন দায়িত্ব থেকে।

২০১৫ সালের মে তে ইংল্যান্ডের চাকরিতে যোগ দেন। চার বছরের চাকরিটা বেলিসের কাছে যথেষ্ট। তাই নতুন করে আর নিজের চুক্তির মেয়াদ বাড়াতে চান না তিনি, ‘আমি সব সময় বিশ্বাস করি, চার বা পাঁচ বছর যথেষ্ট দীর্ঘ সময়। এখন আপনি ভালো করেন বা খারাপ।’

একজনের সঙ্গে কাজ করে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে এখন একঘেয়েমি এসে গেছে। এখন তাদের জন্য নতুন কোচের প্রয়োজন অনুভব করছেন বেলিস, ‘ছেলেদের জন্য নতুন কোচ দলে ভেড়ানোর এখনই সঠিক সময়। প্রত্যাশা করি নতুন কেউ এসে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটের জয় দিয়ে ইংল্যান্ড জায়গা করে নিয়েছে বিশ্বকাপের ফাইনালে। কিন্তু তারপরও বেলিসের বিশ্বাস, রোববার লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিততে হলে তার দলকে আরো কাজ করতে হবে।

চার বছর আগে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নতুন মিশনে নেমেছিল ইংল্যান্ড। সেই স্বপ্নটা এবার পূরণ হতে যাচ্ছে। তাই যার পর নাই খুশী বেলিস, ‘ঠিক চার বছর আগে। গত বিশ্বকাপের পর। যে আসর দুঃস্বপ্নের মতো কেটেছে ইংল্যান্ডের। ২০১৯ বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে পরিকল্পনা সাজিয়ে ছিলাম আমরা। ভালো লাগছে যে এখন আমাদের সামনে সেই স্বপ্ন পূরণের সুযোগ।’

এ সম্পর্কিত আরও খবর