ফাইনালে ফেদেরার-জোকোভিচ লড়াই

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 00:57:26

এক দশক পর উইম্বলডন চ্যাম্পিয়নশিপে রাফায়েল নাদালের সঙ্গে দেখা হল রজার ফেদেরারের। তবে জমজমাট এক ম্যাচ শেষে শেষ হাসি হাসলেন সুইস মহাতারকাই। পৌঁছে গেলেন লন্ডন আসরের ফাইনালে।

দ্বিতীয় বাছাই ফেদেরার শেষ চারের লড়াইয়ে দিয়েছেন মাস্টারক্লাস পারফরম্যান্স। থ্রিলার ম্যাচে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী ১৮ মেজর ট্রফির মালিক নাদালকে ধরাশায়ী করেছেন ৭-৬ (৭-৩), ১-৬, ৬-৩ ও ৬-৪ গেমে।

তার মানে রেকর্ড নবম উইম্বলডন শিরোপা থেকে মাত্র একটি জয় দূরে অবস্থান করছেন ফেদেরার।

সেমিফাইনালে স্প্যানিশ ক্লে-কোর্টের রাজা নাদালকে বিদায় করলেও সহজেই ফাইনালের বৈতরণী পার হতে পারছেন না ২০ গ্র্যান্ড স্ল্যাম আসরের মালিক। শিরোপা নির্ধারণী ম্যাচে কোর্টের লড়াইয়ে নিজের আরেক পুরনো শত্রু নোভাক জোকোভিচের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে ফেদেরারের।

রোববারের ফাইনালে ৩৭ বছরের ফেদেরার মুখোমুখি হবেন শীর্ষ বাছাই সার্বিয়ান সুপারস্টার জোকাভিচের বিপক্ষে।

ফেদেরারের অষ্টম উইম্বলডন ট্রফি পুরুষদের এককের ইতিহাসে যে কারোর চেয়ে বেশি। জোকোভিচকে হারাতে পারলে মেয়েদের এককে মার্টিনা নাভ্রাতিলোভার সাফল্যকে ছুঁয়ে ফেলবেন ফেদেরার।

ম্যাচ শেষে ফেদেরার জানান, ‘আমার শক্তি সব শেষ। কঠিন এক ম্যাচ ছিল এটি। শেষ দিকে অবিশ্বাস্য কিছু শট খেলেছে নাদাল।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ৩২ বছরের জোকোভিচ ১৬তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সামনে দাঁড়িয়ে। স্পেনের রবার্তো বাতিস্তা আগাতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন তিনি।

২০১৫ সালে অল ইংল্যান্ড ক্লাবে ফেদেরারকে হারানোর পর প্রথমবারের মতো মেজর ফাইনালে দেখা হচ্ছে ‘বিগ থ্রি’র এ দুই তারকার।

এ সম্পর্কিত আরও খবর