সেরা খেলোয়াড় কে-সাকিব নাকি অন্য কেউ, নিয়মটা কি?

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন, ইংল্যান্ড থেকে | 2023-08-31 15:11:34

পাকিস্তান ম্যাচের আগে লর্ডসে একটা লম্বা বেঞ্চ আনা হয়েছিল। সাকিব আল হাসান একা সেই চেয়ারে বসে আছেন। এক পায়ের ওপর আরেক পা। দু’পাশে দুই হাত মেলে ধরা। পুরোপুরি লর্ডসের ‘লর্ড’ এর মতোই!

তখনো বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ ঠিক হয়নি। সাকিব তখনো বিশ্বকাপের সেরা পারফর্মারদের মধ্যে অন্যতম। সবচেয়ে বেশি রানও ছিলো তার। ধারণা হচ্ছিলো বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে শীর্ষে আছেন সাকিব। সেই ধারণা এখনো ঠিক আছে। তবে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া বাকি দলের আরো কয়েকজন ক্রিকেটার এখন সাকিবের সঙ্গে এই দৌড়ে চলে এসেছেন। তাদের কেউ সাকিবের চেয়ে অনেক এগিয়েও গেছেন।

সাকিবের আছে ৮ ম্যাচে ৬০৬ রান। সঙ্গে ১১ উইকেট। তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। বাংলাদেশ দলের সবচেয়ে প্রভাবী ক্রিকেটার এই বিশ্বকাপে সাকিব আল হাসান। ধারাবাহিক পারফরমেন্সের চুড়ান্ত রূপ দেখিয়েছেন সাকিব। ৬০৬ রানের মধ্যে আছে দুটি সেঞ্চুরি। পাঁচটি হাফসেঞ্চুরি। সর্বনিম্ম রান ৪১।

এই তালিকায় সাকিবের সঙ্গে টুর্নামেন্ট সেরা হওয়ার পথে যারা আছেন সেই নামগুলো জানি। ভারতের রোহিত শর্মা। বিরাট কোহলি। জাসপ্রিত বুমরা। এর মধ্যে রোহিত শর্মা বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে সবচেয়ে বেশি ৬৪৮ রানের মালিক। চারটিতে ম্যাচ সেরা হয়েছেন।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও এই বিশ্বকাপের দুর্দান্ত পারফরর্মার। বিশ্বকাপে তার রান এখন ৫৪৮। প্রায় প্রতি ম্যাচেই কেন উইলিয়ামসন তার দলের রক্ষা কর্তা। মূল তারকা।

ইংল্যান্ডের ওয়ান ডাউন ব্যাটসম্যান জো রুটের রানও অনেক-৫৪৯। ফাইনাল ম্যাচে সেই রান আরো বাড়ানোর দারুণ একটা সুযোগ থাকছে তার।

ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো দুটি সেঞ্চুরি হাঁকিয়ে দলের অন্যতম প্রভাবী ক্রিকেটার। পাঁচশ’ রান ছুঁতে আর মাত্র ৫ রান চাই বেয়ারস্টোর।

বোলার জোফরা আর্চারও এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা আবিস্কার। ১৯ উইকেট শিকার করেছেন। তবে ডট বোলিংয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে। সবমিলিয়ে ৩৩৮টি ডটবল করেছেন তিনি। উইকেট শিকারে তার চেয়ে এগিয়ে মাত্র দুজন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। দুজনেই উইকেট শিকার যথাক্রমে ২৭ ও ২০। ফাইনাল ম্যাচে নিজের পারফরমেন্সকে আরো উচুঁতে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে ইংলিশ পেসার জোফরা আর্চারের কাছে।

আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অতীতে পয়েন্ট বিবেচনায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করতো। সেই পদ্ধতি ঠিক থাকলে সাকিবের টুর্নামেন্ট সেরা হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল। কিন্তু এবার নিয়ম বদলে গেছে। পয়েন্ট পদ্ধতির বদলে জুরি বোর্ড গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এই জুরি বোর্ড বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা দল নির্বাচিত করবেন।

এই জুরি বোর্ডে থাকছেন তিনজন ক্রিকেট ভাষ্যকার, একজন সাংবাদিক এবং আইসিসি’র একজন প্রতিনিধি। এই পাঁচজনের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারিত হবে- কে হচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

সাধারণত সেমিফাইনাল শেষেই জুরি বোর্ডের সদস্যরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে নির্বাচিত করে ফেলেন। তবে জুরিরা মনে করলে ফাইনাল ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। সম্ভাবনায় থাকাদের কেউ যদি ফাইনালে দুর্দান্ত কোনো পারফরমেন্স দেখান তখন সেটাও যাতে বিবেচনায় আনা যায়- সেজন্য ফাইনাল পর্যন্ত জুরি বোর্ড অপেক্ষা করেন।

এবারো সেই তরিকার পথেই যাচ্ছে জুরি বোর্ড। আর তাতেই সাকিবের টুর্নামেন্ট সেরা হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। সেমিফাইনাল বা ফাইনাল যে তার খেলা হয়নি!

এ সম্পর্কিত আরও খবর