প্যারাশুটে উড়ে নামল ফাইনাল ম্যাচের বল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:23:56

হঠাৎ করেই ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসে রেড ডেভিলের আগমন। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল শুরুর ঠিক আগ-মুহূর্তে। লন্ডনে তো আজ কোনো যুদ্ধ হচ্ছে না। আজ রোববার লর্ডসে তো ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে নেমেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তাহলে তাদের মাঠে আসার উদ্দেশ্য কী?

ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটের মহাযজ্ঞে পর্দা নামছে আজ। বিদায়ী ম্যাচের আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই লাল রঙের ধোঁয়া উড়িয়ে মাঠে নামেন ব্রিটিশ সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের কয়েকজন সদস্য। এবার তো ব্যাপারটা খোলাসা হল!

ম্যাচ অফিসিয়্যালদের হাতে ফাইনাল ম্যাচের বল হস্তান্তর করতেই মাঠে তাদের আগমন। প্যারাশুটে করে একের পর এক রেড ডেভিল লর্ডসের গ্রাউন্ডে পা রাখেন। মাঠে নেমেই ম্যাচ বল আম্পায়ারদের হাতে তুলে দেন তারা।

ফাইনালের ভেন্যুতে আসা মাত্র হর্ষধ্বনি আর তুমুল করতালিতে রেড ডেভিলদের স্বাগত জানান গ্যালারির ক্রিকেট ভক্তরা।

প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গতবার কিউইরা ফাইনালে হারে অস্ট্রেলিয়ার কাছে। আর তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি ইংলিশরা। ১৯৯২ সালের পর এই প্রথম ফাইনালে নাম লিখেছে তারা।

দেখে নিন প্যারাশুট থেকে বল নিয়ে মাঠে নামার সেই দৃশ্য-

এ সম্পর্কিত আরও খবর