বিশ্বকাপের ১২ চ্যাম্পিয়ন

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 01:50:52

শেষ ৪৬ দিনে ৪৮ ম্যাচের লড়াই! বিশ্ব পেল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডকে সুপার ওভারের রোমাঞ্চে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছে ইংল্যান্ড। রোববার রাতে লর্ডসে নাটকীয়তায় ঠাসা ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে খেলা ছিল টাই। এরপর সুপার ওভারেও সমতা। শেষ পর্যন্ত বাউন্ডারিতে এগিয়ে থেকে ইয়ন মরগানদের বাঁধভাঙা উল্লাস! অবশেষে মিলল সোনার হরিণ!

আরো একবার হতাশ হয়েই ফিরল নিউজিল্যান্ড। গতবারও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল কিউইরা। এবার তাদের সুপার ওভারে এসে সর্বনাশ।

বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন! ক্রিকেটের জনক ইংল্যান্ড অবশেষে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল। সেই ১৯৭৫ সালে ইংল্যান্ড থেকেই পথচলা শুরু হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের। প্রথমবারই বাজিমাত করে ওয়েস্ট ইন্ডিজ। চার বছর পরও তারাই চ্যাম্পিয়ন। এরপর অবশ্য পথ হারিয়েছে দলটি।

সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। দুইবার করে উইন্ডিজ ও ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তান একবার করে। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে ইয়ন মরগানের ইংল্যান্ড।

চলুন পেছন ফিরে দেখে নেই এখন অব্দি ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরার লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে কারা?

ওয়ানডে বিশ্বকাপের রোল অব অনার-

বছর        আয়োজক                   চ্যাম্পিয়ন            রানার্স আপ
১৯৭৫        ইংল্যান্ড                    ওয়েস্ট ইন্ডিজ        অস্ট্রেলিয়া
১৯৭৯        ইংল্যান্ড                    ওয়েস্ট ইন্ডিজ        ইংল্যান্ড
১৯৮৩        ইংল্যান্ড                    ভারত              ওয়েস্ট ইন্ডিজ    
১৯৮৭        ভারত, পাকিস্তান            অস্ট্রেলিয়া            ইংল্যান্ড
১৯৯২        অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড       পাকিস্তান            ইংল্যান্ড
১৯৯৬        পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা      শ্রীলঙ্কা                অস্ট্রেলিয়া
১৯৯৯        ইংল্যান্ড ও ওয়েলস            অস্ট্রেলিয়া            পাকিস্তান
২০০৩        দক্ষিণ আফ্রিকা                 অস্ট্রেলিয়া            ভারত
২০০৭        ওয়েস্ট ইন্ডিজ                  অস্ট্রেলিয়া            শ্রীলঙ্কা    
২০১১        ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ       ভারত                শ্রীলঙ্কা
২০১৫        অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড       অস্ট্রেলিয়া            নিউজিল্যান্ড
২০১৯        ইংল্যান্ড ও ওয়েলস             ইংল্যান্ড            নিউজিল্যান্ড

এ সম্পর্কিত আরও খবর