নেইমারের জন্য ৯০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব বার্সার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 06:48:15

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, বার্সেলোনাতে ফিরতে যাচ্ছেন নেইমার। এবার সেই গুঞ্জনে নতুন করে রঙ লাগল। নতুন গুঞ্জন পাখা মেলেছে বিশ্ব গণমাধ্যমের আকাশে। ব্রাজিলিয়ান এ তারকা ফরোয়ার্ডকে ফের দলে টানতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)কে প্রস্তাব দিয়েছে বার্সা।

প্রস্তাবের পরিমাণটা কেমন? সবাই বলছে, নেইমারকে পুনরায় কিনতে ৯০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ন্যু ক্যাম্প শিবির। শুধু তাই নয়। অর্থের সঙ্গে ক্লাবের দুজন ফুটবলারকেও দিতে রাজি বার্সা।

এজন্য কাতালান জায়ান্ট ক্লাব ছয়জন ফুটবলারের একটি তালিকাও দিয়েছে পিএসজিকে। যেখানে রয়েছে ফিলিপে কুতিনহো, ওসমান ডেম্বেলে, ইভান রাকিটিচ, নেলসন সেমেডো, ম্যালকম ও স্যামুয়েল উমতিতির নাম। নেইমারকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৯০ মিলিয়ন পাউন্ডের সঙ্গে এ তালিকা থেকে যে কোনো দুজন ফুটবলারকে বেছে নিতে পারবে ফরাসি চ্যাম্পিয়নরা।

বার্সার এ লোভনীয় প্রস্তাবেও নাকি রাজি নয় পিএসজি। ২৭ বছরের এ তারকা স্ট্রাইকারের জন্য তাদের চাওয়া ২০০ মিলিয়ন পাউন্ডের অধিক।

ক্লাব ছাড়ার কথা পিএসজিকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন নেইমার। ক্লাবের কোচ টমাস টাচেল খবরটা নিশ্চিত করেছেন। কোপা আমেরিকার আগেই খবরটা কানে যায় তার।

এর আগে পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো গত সপ্তাহে জানান, ভালো প্রস্তাব থাকলে নেইমার পিএসজি ছেড়ে দিতে পারে। বার্সার সঙ্গে যোগাযোগের খবরও নিশ্চিত করেন তিনি।

তবে বিভিন্ন সূত্র বলছে, নেইমারকে রেখে দেওয়ার সব রকম চেষ্টাই করছে পিএসজি। ঠিক কোথায় পাড়ি জমাতে চান, ক্লাবকে তা এখনো স্পষ্ট করে বলেননি এ সুপারস্টার।

নেইমারের এজন্ট বার্সার সঙ্গে চুক্তি করতে আশাবাদী। এজেন্টের সঙ্গে নেইমারের বাবা ইতোমধ্যে লন্ডনে চলে গেছেন। সেখানে পিএসজি ও বার্সেলোনার প্রতিনিধিদের সঙ্গে চলছে তাদের আলোচনা।

কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান নেইমার। যে কারণে ঘরের মাঠের কোপা আমেরিকা আসর থেকে ছিটকে যান নেইমার। তবে তাকে মাঠের বাইরে রেখেই ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ এ ফুটবল আসরের ট্রফি জিতে নেয় সেলেসাওরা।

২০১৭ সালের আগস্টে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন পাউন্ডে (২২২ মিলিয়ন ইউরো) ট্রান্সফার মার্কেটে বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে নাম লেখান নেইমার।

এ সম্পর্কিত আরও খবর