বিশ্রামেই সেরে উঠবেন সাইফউদ্দিন?

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 20:34:42

বিশ্বকাপ চলার সময়ই ইনজুরি নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। যদিও গুঞ্জন ছিল-বড় ম্যাচের আগে ইচ্ছে করেই নাকি অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন! এনিয়ে বেশ জল ঘোলাও হয়েছে! তবে সেসব যে মিথ্যে তা ফের প্রমাণ পেলো। পিঠের চোটে এবার শ্রীলঙ্কা সফরের দল থেকে ছিটকে গেছেন তিনি।

তবে এই চোটে অনেক দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে না সাইফউদ্দিনকে। শুরুতে এই পেসারকে থাকতে হবে তিন সপ্তাহ পূর্ণ বিশ্রামে। তারপরই ফেরার পথ পেয়ে যাবেন তিনি।

অবশ্য বেশ কিছুদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছেন সাইফ। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও ইনজেকশন নিয়ে খেলতে হয়েছে তাকে। শুরুতে শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন তিনি। কিন্তু শুক্রবার হঠাৎ করেই পুরনো চোট কাবু করে ফেলেছে তাকে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার গণমাধ্যমে জানালেন, ‘সাইফের ইনজুরির নাম- লাম্বার স্পাইনের ফ্যাসেট জয়েন্ট সিনড্রোম। অস্ত্রোপচারে এই সমস্যা থেকে ও মুক্তি পাবে না। এ অবস্থায় টেকনিক্যাল কারেকশন করলে হয়তো মুক্তি পেতে পারে। তবে বোলিং অ্যাকশন বদলানো তার জন্য সহজ হবে না।’

একইভাবে আগের মতো ইনজেকশন নিয়ে খেলা চালিয়ে যেতে পারবেন সাইফ। তবে এটা স্থায়ী কোনো সমাধান নয়। দেবাশীষ জানান, ‘ইনজেকশন আমরা বারবার দিতে চাই না। বেশি করে দিলে ক্ষতিকর কিছু হতে পারে। বিশ্বকাপের সময় দরকার ছিল বলে এটি করা হয়েছে। তখন ব্যথা কমানোটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’

শঙ্কার কথা সাইফউদ্দিন পুরোপুরি সেরে উঠবেন না। দেবাশীষ চৌধুরী জানান, ‘দেখুন, ওর মূল সমস্যা ব্যথা। ব্যথা না থাকলে কোনো সমস্যা নাই। এখন আমরা ওকে তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছি। এই সময়টাতে ওর পুনর্বাসন চলবে। ব্যায়াম চলবে। তবে রানিং ও বোলিং নিষেধ।’

এদিকে বিশ্রামে থাকবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। বিসিবির প্রধান চিকিৎসক জানাচ্ছিলেন, ‘মাশরাফির জন্যও একই টিপস-বিশ্রাম! ৭২ ঘণ্টা পার হলেই ওর পরিস্থিতি জানা যাবে। বিশ্বকাপ চলাকালীন সময়ই অবসরের গুঞ্জন ছিল মাশরাফির। তবে সেই খবর উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত হয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরিতে যাওয়া হলো না। তার বদলে দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল।

এ সম্পর্কিত আরও খবর