টিভিতে নিদহাস ট্রফির বাংলাদেশ-ভারত ফাইনাল

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 15:50:39

দুর্দান্ত দাপটে ফাইনালে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু শিরোপা লড়াইয়ে ভারতকে হারানো হয়নি! উত্তেজনা ছড়ানো ফাইনালে টাইগারদের ৪ উইকেটে হারিয়ে নিদহাস ট্রফির শিরোপা জিতে নেয় ভারতীয় দল। দিনেশ কার্তিকের (৮ বলে ২৯) ঝড়ো ব্যাটিংয়ে শেষ বলে এসে সর্বনাশ! ২০১৮ সালের সেই টি-টুয়েন্টি লড়াইয়ের হাইলাইটস আজ সোমবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়।

ছোট পর্দায় থাকছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগও। টানটান উত্তেজনাকর ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট লড়াই সরাসরি সম্প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে।

ইন্দোনেশিয়ান ওপেনের ব্যাডমিন্টন লড়াই দেখার সুযোগ থাকছে ক্রীড়াপ্রেমীদের জন্য। ব্যাডমিন্টন লড়াই দর্শকরা সরাসরি টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন দুপুর ১টা থেকে।

দর্শকদের জন্য থাকছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডির লড়াই। প্রো-কাবাডি লিগের খেলা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে। থাকছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হাইলাইটস।

চলুন দেখে নেই সোমবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
বিশ্বকাপ ২০১৯
হাইলাইটস, রাত ১১.৩০ মিনিট
স্টার স্পোর্টস টু

নিদহাস ট্রফি
বাংলাদেশ : ভারত, ফাইনাল
হাইলাইটস, সন্ধ্যা ৭.৩০ মিনিট
ডি স্পোর্ট

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
সরাসরি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
স্টার স্পোর্টস থ্রি

কাবাডি
ভিভো প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান ও টু

ব্যাডমিন্টন
ইন্দোনেশিয়ান ওপেন
সরাসরি দুপুর ১টা
স্টার স্পোর্টস ওয়ান

টেনিস
উইম্বলডন, হাইলাইটস
রাত সাড়ে ১০টা
স্টার স্পোর্টস সিলেক্ট টু

এ সম্পর্কিত আরও খবর