সাঁতারু জুয়েল শেষের দিক থেকে দ্বিতীয়

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 20:11:13

আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণই যেন অর্জন! সাফল্য যেন দূর আকাশের তারা। এবারও তাই হয়েছে। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্যর্থ দেশ সেরা সাতারু জুয়েল আহমেদ।

বিস্ময়কর হলেও সত্য ৬৩ প্রতিযোগীর মধ্যে জুয়েল হয়েছেন ৬২তম! মানে শেষের দিক থেকে দ্বিতীয় হলেন বাংলাদেশের এই সাঁতারু।

সোমবার দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সময় নেন ১ মিনিট ৫ সেকেন্ড। অথচ এ বছরের মার্চে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১ মিনিট ০ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে  নিজের সেরা টাইমিং গড়েছিলেন তিনি!

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে আগের দিন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৮৭ প্রতিযোগীর মধ্যে ৭৮তম হয়েছিলেন বাংলাদেশের আরেক সাঁতারু আরিফুল ইসলাম। ১ মিনিট ৭ দশমিক ৭৪ সেকেন্ড সময় নেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর