তামিমদের স্বস্তি দিচ্ছেন না কুসল পেরেরা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 21:02:32

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে থাকবে ব্যাটসম্যানদের দাপট। এমন ইঙ্গিতটা ছিল আগেই। এ কারণেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটা নিয়েছিলেন দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কান অধিনায়কের সিদ্ধান্তটা অবশ্য যৌক্তিক হতে দেননি শফিউল ইসলাম। শুরুতেই বাংলাদেশের এই পেসার আঘাত হানেন লঙ্কান ইনিংসে। তবে এরপরই পরিস্থিতি সামলে খেলে যাচ্ছে স্বাগতিকরা।

সিরিজের প্রথম ওয়ানডেতে এ রিপোর্ট লেখার সময় ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১২৮ রান। ৬৭ রানে লড়ছেন কুসল পেরেরা। তার ব্যাটিংয়েই অস্বস্তিতে তামিম ইকবালরা। সঙ্গে ৭ রানে উইকেটে কুসল মেন্ডিস।

ভয়ঙ্কর জুটি হয়ে উঠেছিলেন কুসল পেরেরা ও দিমুথ করুনারত্নে। এই জুটি যখন ৯৭ রানে তখনই বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। এই স্পিনার ফেরান করুনারত্নেকে। লঙ্কান অধিনায়ক ৩৭ বলে ৩৬ রান তুলে ফেরেন সাজঘরে।

এর আগে প্রথম ম্যাচের একাদশেও জায়গা পেয়ে সুযোগটা কাজে লাগালেন শফিউল। ২১ মাস পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে নিজের দ্বিতীয় ওভারেই সফল এই পেসার। ফেরান শ্রীলঙ্কার ওপেনার আভিশকা ফার্নান্ডোকে (৭)।

যদিও তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার অবশ্য টস ভাগ্য কথা বলেনি টাইগারদের হয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। প্রথমে বোলিংয়ে বাংলাদেশ দল।

দলে নেই নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। দেশের ১৪তম অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তামিম ইকবাল। নতুন অধিনায়কের চোখ শুধুই জয়ে। আগের দিন সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

শুক্রবারের ওয়ানডেতে রুবেল হোসেন আছেন একাদশে। সঙ্গে রয়েছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনও। মোহাম্মদ মিঠুন তিন নম্বরে সাকিবের জায়গায় ব্যাট করবেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি ওয়ানডেতে হয়েছে মোট ৪৫বার। ৭বার জিতেছে টাইগাররা। ৩৬বার হাসিমুখে মাঠ ছেড়েছে লঙ্কানরা। ২ ম্যাচে হয়নি কোন ফল। সবশেষ দেখায় জয় তুলে নিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর