মালিঙ্গার তোপে কাঁপছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-13 11:43:08

একজনের শেষ। আরেকজনের শুরু। এই ম্যাচ দিয়েই ওয়ানডেকে গুডবাই বলছেন লাসিথ মালিঙ্গা। একইভাবে শুক্রবারই ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তামিম ইকবালের। কিন্তু তাদের দ্বৈরথটা ঠিক জমল না। মালিঙ্গার ইয়র্কারে শুরুতেই সর্বনাশ তামিমের!

মালিঙ্গার দুর্দান্ত এক ইয়র্কার সামাল দিনে না পেরে উইকেটে পড়ে যান তামিম। বল আঘাত হানে স্টাম্পে। অধিনায়ক ফেরেন শূণ্য রানে! এরপর বেশি দূর যেতে পারেন নি মোহাম্মদ মিঠুনও। বিশ্বকাপে ৬০৬ রান করা সাকিব আল হাসানের জায়গা খেলতে নেমে ব্যর্থ তিনি। ১০ রান তুলে আউট মিঠুন।

সৌম্য সরকারও দ্রুত মিঠুনকে অনুসরণ করলেন। তিনি আউট ১৫ রানে। মালিঙ্গার ইয়র্কারে তিনিও ফেরেন সাজঘরে। বিদায়ী ওয়ানডেতে মালিঙ্গার তোপে কাঁপছে বাংলাদেশ!

রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় দলের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২ ওভারে ৩৯ রান।

এর আগে দিবা-রাত্রির ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার টস ভাগ্যটা ছিল শ্রীলঙ্কারই পক্ষে। ব্যাটিং উইকেটে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেন নি দিমুথ করুনারত্নে। তারই পথ ধরে স্বাগতিকদের নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান।

প্রেমাদাসা স্টেডিয়ামে তিনশ রান তাড়ায় জিততে পারেনি কোনো দল। ২০১২ সালে স্বাগতিকদের করা ২৮৬ রান টপকে জিতেছিল ভারত। আবার লঙ্কানদের বিপক্ষে ২১২ রানের বেশি টপকে জেতার রেকর্ড নেই বাংলাদেশের! জিততে হলে গড়তে হবে নতুন রেকর্ড!

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৪/৯ (ফার্নান্দো ৭, করুনারত্নে ৩৬, কুসল পেরেরা ১১১, কুসল মেন্ডিস ৪৩, ম্যাথিউস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা পেরেরা ২, ধনাঞ্জয়া ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৩/৬২, মিরাজ ১/৫৬, রুবেল ১/৫৪, মুস্তাফিজ ২/৭৫, সৌম্য ১/১৭) 

এ সম্পর্কিত আরও খবর