টিভিতে তামিমদের টিকে থাকার লড়াই

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 09:39:46

লাসিথ মালিঙ্গার বোলিং তোপ আর কুসল পেরেরার সেঞ্চুরির কাছে প্রথম ম্যাচে হার মেনেছে তামিম ইকবালের দল। ৯১ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে হলে আজ রোববার দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের হারাতেই হবে বাংলাদেশকে।

হারের ব্যর্থতা ভুলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফের নামছে টাইগাররা। স্বস্তির খবর এই ম্যাচে মালিঙ্গার মুখোমুখি হতে হচ্ছে না তামিমদের। শুক্রবারই ঝড় তুলে ওয়ানডে ক্রিকেটকে গুডবাই বলেছেন এই পেসার। এখন শুধু টি-টুয়েন্টি ক্রিকেটেই দেখা যাবে তাকে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি টেলিভিশনের পর্দায় ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে পারবেন বেলা ৩টা থেকে।

শনিবারই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেখ রাসেলের মুখোমুখি হবে রহমতগঞ্জ। ম্যাচটি সরাসরি টিভিতে দেখা যাবে সন্ধ্যা ৭টা থেকে।

থাকছে টি-টুয়েন্টি ক্রিকেট রোমাঞ্চও। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের টানটান উত্তেজনাকর ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা। ক্রিকেট লড়াই সরাসরি সম্প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে। গ্লোবাল টি-টুয়েন্টি আসরের জমজমাট লড়াইও সরাসরি দেখা যাবে টিভিতে।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াই। প্রো-কাবাডি লিগের খেলা দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে। টেনিস অনুরাগীদের জন্য থাকছে সরাসরি হামবুর্গ ওপেনের লড়াই উপভোগের সুযোগ। বাদ পড়ছে না জাপান ওপেনের ব্যাডমিন্টনের লড়াই।

চলুন দেখে নেই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
বাংলাদেশ-শ্রীলঙ্কা
দ্বিতীয় ওয়ানডে
সরাসরি বেলা ৩টা
বিটিভি ও গাজী টিভি

গ্লোবাল টি-টুয়েন্টি
সরাসরি রাত সাড়ে ১০টা
স্টার স্পোর্টস টু

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
সরাসরি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
স্টার স্পোর্টস থ্রি

ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
শেখ রাসেল-রহমতগঞ্জ
সরাসরি সন্ধ্যা ৭টা
বাংলা টিভি

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান ও টু

ব্যাডমিন্টন
জাপান ওপেন
সরাসরি সকাল ৭টা
স্টার স্পোর্টস টু

টেনিস
হামবুর্গ ওপেন
সরাসরি রাত সাড়ে ১১টা
সনি ইএসপিএন

এ সম্পর্কিত আরও খবর