আর্থারই থাকছেন কোচ, আজহার পাচ্ছেন টেস্টের নেতৃত্ব!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 02:27:07

পাকিস্তানকে বিশ্বকাপের সেমি-ফাইনালে তুলতে পারেননি। নিউজিল্যান্ডের কাছে রানরেটে হেরে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞ থেকে বিদায় নিয়েছে ১৯৯২ চ্যাম্পিয়নরা। তারপরও শোনা যাচ্ছে, প্রধান কোচ হিসেবে থেকে যাচ্ছেন মিকি আর্থার। অন্তত ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এ বড় আসরকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত কোচ আর্থারকে রেখে দেওয়ার চিন্তা-ভাবনাই করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয় আর পাকিস্তানকে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংর শীর্ষে নিয়ে যাওয়া দুটোই কোচ আর্থারের জন্য প্লাস পয়েন্ট।

সঙ্গে অধিনায়কত্ব ভাগ করে দেওয়ার ব্যাপারেও চিন্তা-ভাবনা করছে পিসিবি। সরফরাজ আহমেদকে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক রেখে টেস্টের নেতৃত্বটা তারা তুলে দিতে চায় আজহার আলি কাঁধে। এর আগে অবশ্য শান মাসুদকে নিয়েও গুঞ্জন রটেছিল।

সরফরাজের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর টেস্ট অধিনায়কত্ব হারান আজহার। জোর গুঞ্জন উঠেছে, এবার সেই নেতৃত্ব ফিরে পাচ্ছেন আজহার। বাবর আজমকে সরফরাজ ও আজহারের ডেপুটি করা হতে পারে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে গড়ে তোলার জন্য।

এ সম্পর্কিত আরও খবর