মেসিদের কোচ থাকছেন স্কালোনিই

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 20:10:19

ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। আসরটি শেষ করেছে তারা তৃতীয় হয়ে। কিন্তু তারপরও দলের কোচের পদে থেকে গেলেন লিওনেল স্কালোনি। এজন্য ফের চুক্তি নবায়ন করেছেন তিনি। এখন ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্ব পর্যন্ত মেসিদের কোচ হিসেবে কাজ করে যাবেন স্কালোনি।

নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটা নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

প্রিয় দলকে শুধু বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগই পাননি স্কালোনি। আগামী বছর তার অধীনেই ঘরের মাঠে কোপা আমেরিকা খেলবে আকাশি নীল-সাদারা। আর্জেন্টিনার সঙ্গে ২০২০ সালে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরের আয়োজক কলম্বিয়াও।

সাবেক সহকারী কোচ স্কালোনি দলের খেলোয়াড়দের বিশেষ করে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির সমর্থন নিয়ে থেকে গেলেন প্রধান কোচের পদে।

৪১ বছরের স্কালোনিকে গত আগস্টে আলবিসেলেস্তে শিবিরের দায়িত্ব দেওয়া হয়েছিল অস্থায়ীভাবে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোল পর্ব থেকে আর্জেন্টিনার বিদায়ের সপ্তাহ দুয়েক পর চাকরি হারান জর্জ সাম্পাওলি। তারই উত্তরসূরি হন স্কালোনি।

গত ডিসেম্বরেও একবার চুক্তি নবায়ন করেন স্কালোনি। সেই চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে।

বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে ২০২০ সালের মার্চে। চলবে ২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর