ক্ষমা চাইলেন অ্যান্ডারসন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 21:51:30

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চোট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। এজবাস্টনে বৃহস্পতিবার ডান কাফে টান অনুভব করেন এ ইংলিশ পেসার। চোটের অবস্থা নির্ণয় করতে এখন স্ক্যান করাবেন তিনি। তবে খেলতে না পারার কারণে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন এ ক্রিকেটার।

প্রথম ইনিংসে নিজের চতুর্থ ওভার শেষে কাফে টান অনুভব করেন ৩৭ বছরের এ তারকা বোলার। তার চার ওভারের স্পেলে  তিন ওভারই ছিল মেডেন। মাত্র এক রান খরচ করে কোনো উইকেট অবশ্য পাননি তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বৃহস্পতিবারই এক টুইট বার্তায় জানায়, ‘জিমি অ্যান্ডারসনের ডান কাফে টান লেগেছে। দুপুরেই স্ক্যান করাবেন তিনি। পরে তার চোট নিয়ে আপডেট জানানো হবে। নিজের চতুর্থ ওভার শেষে ব্যথা অনুভব করেন।’

ডান কাফের ইনজুরির কারণে এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে  একমাত্র টেস্ট থেকে ছিটকে গিয়ে ছিলেন অ্যান্ডারসন। এমআরআই স্ক্যান রিপোর্ট তখন নিশ্চিত করেছিল তার কাফ ছিঁড়ে গেছে।

কিন্তু তারপরও অ্যাশেজের ১৪ জনের দলে জায়গা করে নেন অ্যান্ডারসন। কেননা দ্রুত ফিট হয়ে যাচ্ছিলেন তিনি। ধারনা করা হয়েছিল, প্রথম টেস্টের জন্য পুরোপুরি ফিট হয়ে এ সিমার।
 
এর আগে ২ জুলাই ডারহামের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ম্যাচে ইনজুরিতে পড়েন অ্যান্ডারসন।

এ সম্পর্কিত আরও খবর