রংপুরে সাকিব, জটিলতা এবং সম্ভাব্য সমাধান!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-12 18:51:55

গেলো মৌসুমে ঢাকায় খেলা সাকিব এবার রংপুরে। কুমিল্লা ছেড়ে তামিম ইকবাল চলে গেছেন খুলনায়। সিলেট ছেড়ে মুশফিকুর রহিম চলে এসেছেন কুমিল্লায়।

নতুন মৌসুমের বিপিএলের আইকনদের এই দলবদলের খবর বিসিবি জেনেছে সংবাদ মাধ্যমের বরাতে। প্রশ্ন উঠেছে-লিগ শুরুর এতো আগেভাগে বিভিন্ন দলের আইকনদের এই দলবদলের প্রক্রিয়া স্বতঃসিদ্ধ হয়েছে কিনা? এখানে বিপিএল নিয়ম-নীতির কোনো ব্যত্যয় ঘটেছে কিনা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিপিএল গভর্নিং বডির সদস্যরা শনিবার বৈঠকে বসেছিলেন। প্রশ্নের উত্তর তারা খুঁজে পেয়েছেন। তবে এখনই সেটা জানাতে তারা নারাজ। আনুষ্ঠানিকভাবে সেটা তারা জানাবেন। আর তাদের সিদ্ধান্ত কি হবে- সেই বিষয়ে তারা পরামর্শ নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপদেশও নিয়েছেন।

আইকনদের এই দলবদলের বিষয়ে বিপিএল গভর্নিং বডির সম্ভাব্য সিদ্ধান্ত কি হতে যাচ্ছে সেটা এখন ক্রিকেট অঙ্গনে সবচেয়ে কৌতুহলের বিষয়। এই বিষয়ে কেউ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে আইকনদের দলবদলে যে অনিয়ম হয়েছে সেটা মেনে নিয়েই সিদ্ধান্ত গ্রহণের পথে যাচ্ছে বিপিএল গভর্নিং বডি। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএল গভর্নিং বডির এক প্রভাবশালী সদস্য এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন-‘যে প্রক্রিয়ায় সাকিব আল হাসান এবার আগের দল ছেড়ে নতুন দলে গেছেন, সেটা তিনি করতে পারেন না।’

বিস্তারিত ব্যাখ্যায় সেই সদস্য জানাচ্ছিলেন-‘বিসিবি’র সঙ্গে এখন বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তি নেই। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চুক্তি করতে হবে। সেই চুক্তি হওয়ার পরে বিসিবি তথা বিপিএল কমিটি নিয়ম-নীতি সম্পর্কে দলগুলোকে জানাবে। কোড অব কন্ডাক্ট দেবে। আগের মৌসুমের চারজন খেলোয়াড়কে রেখে দেয়ার যে বিধিবিধান আছে, তাকে কোনো বদল আনা হবে কিনা- সেটাও ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপিএল কমিটি জানাবে। সেইসব বিধি-বিধানের আগে অমুক আইকন আমার দলে, অমুক আইকন ঐ দলে-এমন কিছু তো সরাসরি নিয়মের ব্যত্যয়। কোনো এককের খেয়াল-খুশি বিপিএলে চলতে পারে না। এখানে অবশ্যই একটা ঐক্যবদ্ধ নিয়ম আছে। যা সবাইকে অবশ্যই পালন করতে হবে।’

মুশফিক-তামিম বিপিএলের এই দুই আইকনের দল বদলের প্রতিক্রিয়া তেমন হয়নি। কারণ তাদের দলবদলটা হয়েছে মুলত সমঝোতার মধ্যেই। মুশফিক ও তামিম গেলো মৌসুমে যে দলের হয়ে খেলেছিলেন সেই দলগুলো থেকে কোনো প্রতিবাদ আসেনি। কিন্তু ঢাকা ডায়নামাইটস ছেড়ে সাকিব রংপুর রাইডার্সে আসার ঝড়ো প্রতিক্রিয়া হয়েছে। ঢাকা ডায়নামাইটসের প্রধান নিবার্হী ওবায়েদ নিজাম সাংবাদিকদের জানিয়েছেন-‘সাকিব পেছনের তিন মৌসুম ধরে আমাদের অধিনায়ক। সাকিব আমার খুব প্রিয় খেলোয়াড়। তাকে ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। আমরা সবসময় তাকে দলে রেখে দিতে চাই। কিন্তু আগের মৌসুমের কোন খেলোয়াড়কে আমরা রেখে দিতে সেটা তো বিসিবি আমাদের কাছে আগে জিজ্ঞেস করবে। এই বিষয়ে আমরা বিসিবির কাছ থেকে কিছু শুনিনি এখন পর্যন্ত। আর এরই মধ্যে দেখলাম সাকিব নাকি রংপুরে যোগ দিয়েছে!’

আইকন খেলোয়াড়দের দলবদলের এই জটিলতা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন বলছেন-‘যদি সমঝোতার মধ্যে সবকিছু হয় তাহলে কোনো সমস্যা নয়। আর যদি তা না হয় তবে বিসিবি গভর্নিং কাউন্সিল সেটা নিয়ম অনুযায়ী সমাধান করবে।’

 সাকিবের দলবদলের সেই জটিলতা নিয়ে সমাধানের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল শনিবার সন্ধ্যায় বৈঠকে বসেছিলো। আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে নিজেদের অবস্থান জানাতে ৪৮ ঘন্টা সময় নিয়েছে গভর্নিং কাউন্সিল।

এই প্রসঙ্গে বিসিবির পরিচালক মাহবুব আনাম শনিবার জানান-‘ঢাকা ছেড়ে সাকিব রংপুরে যোগ দেয়ায় দুটো সমস্যার তৈরি হয়েছে। রংপুরে এখন দুজন আইকন (সাকিব ও মাশরাফি) এবং ঢাকায় কোনো আইকনই নেই! আমরা বিষয়টি নিয়ে ঢাকা ও রংপুরের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলবো এবং ৪৮ ঘন্টার মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবো।’

জটিলতার সম্ভাব্য সমাধান হতে পারে এমন-মাশরাফিকে ছেড়ে দেবে রংপুর। আইকন হিসেবে ঢাকায় ফিরবেন মাশরাফি।

এ সম্পর্কিত আরও খবর