সাকিব-তামিমের বিপিএল চুক্তির বৈধতা নেই!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 16:15:07

সাকিব আল হাসান এখন রংপুর রাইডার্সের। বেশ গর্বের সঙ্গে ৩১ জুলাই এই ঘোষণা দেয় রংপুর রাইডার্স।

তার আগে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল জানান-‘মুশফিকুর রহিম এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।’

বিপিএল শুরু হওয়ার এখনো ঢের বাকি। এরই মধ্যে দলবদলের দৌড়ঝাঁপে তামিম ইকবালকেও খুলনা টাইটান্স দলে টানে।

তবে বিপিএলের সপ্তম আসর শুরুর আগে ক্রিকেটারদের এই দলবদলের কোনো বৈধতা নেই। রোববার বিপিএল গভর্নিং কাউন্সিল পরিষ্কারভাবে এই তথ্য জানিয়ে দেয়! এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিল বলে-‘এখন পর্যন্ত তো সামনের নতুন মৌসুমের জন্য কোনো দলের সঙ্গে চুক্তিই হয়নি বিসিবির। এবারের আসরে কোন কোন দল খেলবে, তা নিশ্চিত নয়। যখন দলগুলো বা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবি’র কোনো চুক্তিই হয়নি, সেখানে কোন ক্রিকেটার কোন দলে গেলেন, সেটার নিয়মতান্ত্রিক বৈধতা কোথায়?’

বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়-‘ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তি মেয়াদ ষষ্ঠ বিপিএল পর্যন্ত ছিলো। নতুন মৌসুমে আবার নতুন করে দলগুলোর সঙ্গে চুক্তি হবে। সামনের চার মৌসুমের জন্য হবে এই চুক্তি। পুরানো কোনো ফ্র্যাঞ্চাইজি দল রাখতে না চাইলে আমরা নতুন কাউকে আহ্বান করবো। এবার সর্বোচ্চ আটটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আমরা বিপিএল করতে চাইছি। যেহেতু নতুন দুই দল আসবে তাই নিয়ম-কানুনও আমরা নতুন করে তৈরি করতে চাই। যাতে সব দল সমান সুযোগ পায়। আমরা গেলোবারের সব দলগুলোকে চিঠি দিয়ে ডাকবো। তাদের সঙ্গে বৈঠকে বসবো। নতুন মৌসুমের জন্য নতুন নিয়ম-নীতি নিয়ে আলোচনা করবো। এখনো সপ্তম আসরে কোন কোন দল খেলবে- সেটাই স্থির হয়নি। তাই এর আগে এখন কোন ক্রিকেটার কোন দলের সঙ্গে খেলার জন্য চুক্তি করে ফেলেছেন সেগুলো আমরা ধর্তব্যের মধ্যেই আনছি না। এই মূহূর্তে ওগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আগে চুক্তি হোক। নিয়ম-নীতি ঠিক হোক। তারপর খেলোয়াড় ড্রাফট, খেলোয়াড় চুক্তি এসব নিয়ে বসবো আমরা। তার আগে কোন দল যদি কিছু করে থাকে তবে সেটার বৈধতা আমরা দিতে পারবো না। দায়ও নিতে পারবো না।’ 

বিসিবির পরিচালক মাহবুব আনাম রোববার এই বিষয়ে সংবাদ সম্মেলনে বলেন- ‘যারা কাজ করছেন তারা যদি নিজেদের অবস্থান না জানেন তাহলে তো সেটা আমাদের দেখার বিষয় নেই। চুক্তি যেটি করেছে তার কোনো ভ্যালেডিটি নেই। আর যেটা বৈধ চুক্তি না, সেটাকে নিয়ে আলাপ-আলোচনা করার আমি কোনো যৌক্তিকতা দেখি না।’

বিপিএলের সপ্তম আসর নিয়ে কর্তৃপক্ষের এই নীতি নির্ধারণী ঘোষণায় সাকিব, তামিম ও মুশফিকের দলবদলের চুক্তিনামা বড়ো একটা অনিশ্চয়তায় পড়েছে।

-কিভাবে?

দেখা গেলো ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য বিপিএল গভর্নিং বডি নতুন একটা নিয়ম তৈরি করলো। জানিয়ে দেয়া হলো-‘এ’ প্লাস বা আইকন ক্যাটাগরির ক্রিকেটারদের নিলামে কিনে নিতে হবে। লটারিতে যে দলের নাম উঠবে সেই দল ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়কে নিতে পারবে। এমন কোনো নিয়মের প্রচলন হলে লিগ শুরুর আগে সাকিব-তামিম-মুশফিকের সঙ্গে করা দলগুলোর চুক্তি বাতিল হয়ে যাবে!

তাই সাকিব রংপুরের। তামিম খুলনার বা মুশফিক কুমিল্লার-এই খবর এখনো শতভাগ নিশ্চিত নয়!

অবশ্য একটা বিষয় নিশ্চিত যে, পুরানো দলের চারজন স্থানীয় খেলোয়াড়কে রেখে দেয়ার আগের নিয়মটা বিপিএলের নতুন মৌসুমে থাকছে না। কারণ যদি সেই নিয়ম রাখা হয় তবে নতুন যে দুটো দল এবার আসবে তারা সেই নিয়মের কোনো সুবিধা পাবে না। তাই সব দলের জন্য সমান সুযোগ রাখার জন্য ‘রিটেনার পদ্ধতি’ সপ্তম আসরে সম্ভবত থাকছে না।

এ সম্পর্কিত আরও খবর