এজবাস্টন টেস্ট বাঁচাতে ইংল্যান্ডের লড়াই

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-07-23 06:12:51

প্রথম ইনিংসে লিড নিয়েও এজবাস্টন টেস্টের এখন হারের শঙ্কায় ইংল্যান্ড! টেস্টের পঞ্চমদিন লাঞ্চে যায় ইংল্যান্ড ৮৫ রানে ৪ উইকেট নিয়ে। ম্যাচ জেতার টার্গেট ছিলো তাদের ৩৯৮ রান। ম্যাচ জেতার নয়, শেষদিন যাতে কোনো মতো টেস্ট ম্যাচ বাঁচানো যায়- সেই চিন্তা নিয়েই লাঞ্চে যায় ইংল্যান্ড। শেষদিন লাঞ্চ পর্যন্ত চার উইকেট হারানো ইংল্যান্ডের তিন উইকেটই শিকার করেন স্পিনার নাথান লায়ন।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই অ্যাশজের প্রথম টেস্টের চেহারা বদলে দেয়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৮৪ রানের জবাবে ইংল্যান্ড ৩৭৪ রান করে। প্রথম ইনিংসে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাড়ায়। স্টিভেন স্মিথ ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান। ম্যাথু ওয়েড সাত নম্বরে নেমে ১৪৩ বলে করলেন ১১০ রান। বোলার জেমস প্যাটিসন ৪৮ বলে তুলে নেন ৪৭ রান।

চতুর্থদিন শেষবেলায় ৭ উইকেটে ৪৮৭ রান তুলে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ম্যাচ জিততে ইংল্যান্ডের সামনে টার্গেট দাড়ায় ৩৯৮ রান। চতুর্থদিন শেষবেলায় ৭ ওভার ব্যাটিং করে ইংল্যান্ড কোনো ক্ষতি ছাড়াই তুলে ১৩ রান।

শেষদিনের সকালের সেশন ইংল্যান্ডের মোটেও ভালো কাটেনি। শুরুর চার উইকেট হারিয়ে ফেলে এই সেশনে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ররি বার্নস ১১ রানে ফিরেন। অপর ওপেনার জেসন রয়ের জন্য অ্যাশেজের প্রথম টেস্ট ব্যর্থতায় কাটলো। প্রথম ইনিংসে ১০ রান তোলা জেসন রয় দ্বিতীয় দফায়ও ব্যর্থ হলেন। করলেন ২৮ রান। অধিনায়ক জো রুটও ২৮ রান করে আউট হলেন। নাথান লায়ন সকালে তার তৃতীয় শিকার হিসেবে জো ডেনলির উইকেট তুলে নেন।

জস বাটলার ও অলরাউন্ডার বেন স্টোকসের ব্যাটের দিকেই তাকিয়ে থেকেই শেষদিন লাঞ্চে যায় ইংল্যান্ড।

এ সম্পর্কিত আরও খবর