বিশ্বকাপে ইংল্যান্ডের নেতৃত্বে স্ট্রাইকার হ্যারি

, খেলা

স্পোটর্স ডেস্ক | 2023-08-29 00:29:00

ঢাকা: রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন স্ট্রাইকার হ্যারি কেন। মঙ্গলবার (২২ মে) দলটির ম্যানেজার গ্যারেথ সাউথগেট তার নাম ঘোষণা করেন।

গত মৌসুমে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার ৪১ গোলে করেন। টটেনেহ্যাম হটস্পারের প্রিমিয়ার লিগে সেরা খেলোয়ারের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন।

হ্যারি কেন সম্পর্ক গ্যারেথ সাউথগেট বলেন, হ্যারি অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন খেলোয়াড়। সে দেশের হয়ে ২৩ টি খেলায় অংশ নিয়ে এ পর্যন্ত ১২টি গোল করেছে। একজন দক্ষ পেশাদার অধিনায়কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার প্রচুর আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের কারণে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে হ্যারি। তার মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণাবলি রয়েছে।

বিশ্বকাপে ইংল্যান্ডে দল-

গোলরক্ষক : জ্যাক বাটল্যান্ড, জর্ডান পিকফোর্ড ও নিক পোপ।

ডিফেন্ডার : ট্রেন্ট আলেকজান্ডার-আরনোল্ড, গ্যারি কাহিল, ফিল জোনস, হ্যারি ম্যাগাইর, ড্যানি রোজ, জন স্টোনস, কিরন ট্রিপিয়ার, কাইল ওয়াকার ও অ্যাশলে ইয়ং।

মিডফিল্ডার: ডেলে আলি, ফ্যাবিয়ান ডেলফ, এরিক ডায়ার, জর্ডান হ্যান্ডারসন, হেসে লিনেগার্ড, রুবেন লফটাস-চিক ও রাহিম স্টার্লিং।

ফরোয়ার্ড : হ্যারি কেন, মার্কাস র্যা শফোর্ড, জ্যামি ভার্ডি ও ড্যানি ওয়েলব্যাক।

এ সম্পর্কিত আরও খবর