বিশ্বকাপে খেলবেন না অার্জেন্টিনার সার্জিও রোমেরোর

, খেলা

স্পোর্টস ডেস্ক | 2023-08-31 13:48:00

ঢাকা: দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার মাউরো ইকার্দিকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে এখনও বির্তকের শেষ হয়নি অার্জেন্টিনার। এরই মধ্যে দুঃসংবাদ নিয়ে এলো দলের অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরোর ইনজুরি।

হাঁটুতে অাঘাতের কারণে তিনি দেশের পক্ষে গ্লাভ্স হাতে গোলবার আগলে দাঁঁড়াতে পারবেন না আসন্ন রাশিয়া বিশ্বকাপে।

মঙ্গলবার অার্জেন্টিনার কোচ জর্জে সাঁপোলি জানান, গোলরক্ষক সার্জিও রোমেরো হাটুর ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারছেন না।

রোমেরো বিশ্বকাপে আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক ছিলেন। সম্প্রতি আঘাত পাওয়ায় রাশিয়ায় খেলতে পারবেন না তিনি। যা দলটির জন্য বড় একটি ধাক্কাই বলা চলে।

মঙ্গলবার রোমেরোসহ ২৩ জনের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিশ্বকাপের অন্যতম দাবিদার দলটি।

বিশ্বকাপে অার্জেন্টিনার দল

গোলরক্ষক-

রোমেরো, ক্যাবায়েরো, আরমানি

ডিফেন্ডার

ক্রিশ্চিয়ানো আনসালদি (রাইট ব্যাক), মারকাডো (রাইট ব্যাক), ওটামেন্ডি, মাসচেরানো, ফাজিও, রোহো, আকুনা (লেফট ব্যাক), ট্যাগায়লিয়াফিকো (লেফট ব্যাক)

মিডফিল্ডার

ডি মারিয়া, লাঞ্জিনি, পাভন, লে সেলসো, বানেগা, বিগ্লিয়া, মেজা, স্লাভিও

ফরোয়ার্ড

লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গনজালো হিগুয়েন।

এ সম্পর্কিত আরও খবর