টিভিতে ক্রিস গেইলের বিদায়ী সিরিজ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 13:31:36

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। দাপুটে এ পারফরম্যান্সের ছন্দটা বিরাট কোহলির দল ধরে রাখতে চায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। লক্ষ্যটা সামনে রেখে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে ভারত।

এ ওয়ানডে সিরিজ খেলেই অবসরে চলে যাবেন ক্রিস গেইল। বিদায়ী সিরিজে ক্যারিবিয়ান এ কিংবদন্তি ব্যাটসম্যানকে জয় উপহার দিতে পারে কীনা সেটাই এখন দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। বিশ্বকাপের মাঠ থেকেই অবসরের চিন্তা করলেও শেষ অব্দি সরে আসেন তিনি। ৩৯ বছর বয়সী মহাতারকা দেশের মাঠে নিজেদের দর্শকদের সামনেই বলবেন গুডবাই!

প্রোভিডেন্স থেকে উইন্ডিজ-ভারতের মধ্যকার ওয়ানডে লড়াই ক্রীড়া প্রেমীরা টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে টি-টুয়েন্টি ক্রিকেট রোমাঞ্চও। গ্লোবাল টি-টুয়েন্টি আসরের উত্তেজনাকর ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা। আসরের ক্রিকেট যুদ্ধ টিভিতে সরাসরি সম্প্রচার হবে রাত সাড়ে ১০টা থেকে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের জমজমাট লড়াইও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে সরাসরি দেখা যাবে টিভিতে।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াই। প্রো-কাবাডি লিগ সরাসরি দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে। রজার্স কাপের টেনিস খেলাও দেখা যাবে।

চলুন দেখে নেই বৃহস্পতিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ-ভারত
প্রথম ওয়ানডে
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
সনি টেন ওয়ান ও সনি টেন থ্রি

গ্লোবাল টি-টুয়েন্টি
সরাসরি রাত সাড়ে ১০টা
স্টার স্পোর্টস টু

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
সরাসরি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
স্টার স্পোর্টস থ্রি

টেনিস
রজার্স কাপ
সরাসরি রাত ১০টা
সনি ইএসপিএন

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু
 
টেবিল টেনিস
ইউটিটি
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস ওয়ান

এ সম্পর্কিত আরও খবর