চুক্তি থেকে ছিটকে গেলেন হাফিজ-মালিক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 07:59:46

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে গেছেন মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। চুক্তির প্রস্তাব না পেলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকছে অভিজ্ঞ দুই অলরাউন্ডারের।

২০১৯-২০ মৌসুমের জন্য এ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন মাত্র তিনজন- বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।

এখানেই শেষ নয়, কেন্দ্রীয় চুক্তি থেকে খেলোয়াড় কমিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩৩ জন ক্রিকেটারের মধ্যে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব পেয়েছেন মাত্র ১৯ জন। সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

চুক্তি কার্যকর হবে ২০১৯ সালের ১ আগস্ট থেকে। শেষ হবে ২০২০ সালের ৩০ জুন। এ সময়টাতে ছয়টি টেস্ট, তিনটি ওয়ানডে ও নয়টি টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান।

পাকিস্তানের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা-

এ ক্যাটাগরি: বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।

বি ক্যাটাগরি: আসাদ শফিক, আজহার আলি, হারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ।

সি ক্যাটাগরি: আবিদ আলি, হাসান আলি, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও উসমান শিনওয়ারি।

এ সম্পর্কিত আরও খবর