দুই মাস নিষিদ্ধ জেসুস

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 22:52:28

আন্তর্জাতিক ফুটবলে দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। কোপা আমেরিকার ফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এ শাস্তি পেয়েছেন ম্যানচেস্টার সিটির এ ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার।

পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ৭০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন জেসুস। কিন্তু এটা মানতে পারেননি তিনি। তর্ক জুড়ে দেন রেফারি রবার্তো তোবার সঙ্গে।

আর মাঠ ছাড়ার সময় কাণ্ড ঘটিয়ে বসেন। ডাগআউটে মারেন ঘুষি। লাথি দেন একটি পানির বোতলে। আর ভিএআর ইকুইপমেন্টকে দেন ধাক্কা।

তাই জেসুসকে শাস্তি দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। সঙ্গে ২৪ হাজার ৭০০ পাউন্ড জরিমানাও গুনতে হয়েছে তাকে। শাস্তির বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল করতে পারবেন ২২ বছরের জেসুস।

নিষেধাজ্ঞা চলাকালে সেলেসাও শিবিরের হয়ে কোনো অফিসিয়্যাল ও প্রীতি ম্যাচ খেলতে পারবেন না এ ফরওয়ার্ড।

নিষিদ্ধ হওয়ায় কলম্বিয়া ও কোপা আমেরিকার রানার্স-আপ পেরুর বিপক্ষে ৭ ও ১১ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ মিস করবেন জেসুস।

এ সম্পর্কিত আরও খবর