বৃষ্টিতে পণ্ড লর্ডস টেস্টের প্রথম দিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 17:53:03

লর্ডসে বুধবার একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির বাগড়ায় ঘটেছে যত বিপত্তি। দ্বিতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনটাই ভেসে গেছে বৃষ্টিতে।

মাঝে বাজে আবহাওয়ার বিরতিতে ম্যাচ স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় শুরুর সিদ্ধান্ত হয়। কিন্তু পরে ফের বৃষ্টি শুরু হলে এবং মাঠ ভেজা থাকায় পুরো দিনটাই ভেস্তে যায়।

ম্যাচের প্রথম দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ম্যাচের টস হয়নি। দুদলের একাদশও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।

তবে পেসার জোফরা আর্চার উপহার পান ইংল্যান্ডের টেস্ট ক্যাপ। তার মানে এ ম্যাচেই হতে যাচ্ছে তার টেস্ট অভিষেক। আর্চারের অনুরোধে তার হাতে ক্যাপ তুলে দেন সাসেক্স সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু ক্রিস জর্ডান। আর্চারের মতো তার জন্মও বার্বাডোজে।

ইংল্যান্ডের টেস্ট ক্যাপ মাথায় হাস্যোজ্জ্বল জোফরা আর্চার, ছবি: সংগৃহীত

 

এজবাস্টনে প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও অতিথি অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার খেলা হলেও বৃষ্টি পিছু ছাড়ছে না লর্ডস টেস্টের। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্রবার এবং শনিবারও বৃষ্টি হতে পারে।

ফুসফুস ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য বৃহস্পতিবার পুরো লর্ডস সাজবে লাল রংয়ে।

এ সম্পর্কিত আরও খবর