নেইমার তাহলে রিয়াল মাদ্রিদের জার্সিতেই!

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 02:47:17

নেইমারকে প্যারিস সেইন্ট জার্মে যে ধরে রাখছে না সেটা প্রায় নিশ্চিত। ক্লাব সমর্থকরা যখন গ্যালারিতে বিশাল ব্যানারে লেখে-‘চলে যাও’, তখন সেটা অনেককিছুর ইঙ্গিতই স্পষ্ট করে দেয়। পিএসজি ক্লাবের স্পোর্টস পরিচালক লিওনার্দোও জানিয়ে দিয়েছেন-ব্রাজিলিয়ান এই তারকার চলে যাওয়ার আলোচনার বিষয়টি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছে।

নেইমারকে পিএসজি বিক্রি করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কিনছে কে?

আপাতত ক্রেতা দুটো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। উভয় ক্লাব নতুন মৌসুমে নেইমারকে দলে ভেড়াতে দারুন আগ্রহী। দরদাম এবং খেলোয়াড় বিনিময় করার একটা আনুষ্ঠানিক প্রস্তুাবনা এই দুটো ক্লাব পিএসজির কাছে পাঠিয়েছে। তবে বার্সা ও রিয়ালের কোনো প্রস্তুাবেই আপাতত পিএসজি সম্মত হয়নি।

অর্থাৎ প্রাথমিক বনিবনা হয়নি।

তাই বলে বার্সা ও রিয়াল কেউ চেষ্টা থামিয়ে দিয়েছে, তাও নয়। বরং আরো নতুন উদ্যমে কোমর কষে নেমেছে স্পেনের উভয় দল। দ্বিতীয় দফার সেই লড়াইয়ে আপাতত বার্সার চেয়ে কিছুটা এগিয়ে রিয়াল মাদ্রিদ।

পিএসজির যা মতিগতি তাতে দলবদলের বাজারে আপাতত নেইমারকে পেতে রিয়াল মাদ্রিদই লড়াইয়ে কিছুটা এগিয়ে।

বার্সোলোনা এর আগে নেইমারকে দলে টানতে ১০০ মিলিয়ন ইউরো বা ৯২.৪ মিলিয়ন পাউন্ডের প্রস্তুাব দিয়েছিলো পিএসজিকে। সেই সঙ্গে ফিলিপ কুটিনহোকেও পিএসজিকে দিয়ে দেয়ার প্রস্তাব দেয়। যদি কুটিনহোকে পিএসজি পছন্দ না করে তাহলে ইভান রাকিটিজও আছেন বার্সার বিনিময় মূল্য হিসেবে।

তবে বার্সার এই প্রস্তাবে পিএসজি মোটেও সম্মত হয়নি।

রিয়াল মাদ্রিদও নেইমারকে দলে পেতে পিএসজি’র কাছে লোভনীয় প্রস্তাবই রেখেছে। বিপুল পরিমাণ ট্রান্সফার ফি’ সঙ্গে গ্যারেথ বেল এবং হামেস রড্রিগেজকেও পিএসজি’র কাছে ছেড়ে দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। পিএসজি অবশ্য রিয়ালের ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়ার ব্যাপারেই বেশি আগ্রহ দেখিয়েছে। কিন্তু রিয়াল ভিনিসিয়াসকে ছাড়তে রাজি নয়।

আলোচনা-পর্যালোচনা কোন কিছুতেই কোনো ক্লাব সম্মত হয়নি। তবে উভয় ক্লাবের মধ্যে যোগাযোগ ঠিকই চলছে। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছে-রিয়ালের কাছেই নেইমারকে বিক্রি করতে বেশি আগ্রহী পিএসজি।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো বা ২০৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজি নেইমারকে কিনে নেয় বার্সেলোনা থেকে।

ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার পিএসজিতে পেছনের দুই মৌসুমের লিগে ৩৪টি গোল করেছেন। তবে ইনজুরিতেও পড়েছেন লম্বা সময়ের জন্য। যে উচ্চাশা নিয়ে পিএসজি নেইমারের পেছনে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করেছিলো সেই আশা তাদের পুরো হয়নি।

নেইমার তাদের চ্যাম্পিয়ন লিগ জেতাতে পারেননি।

এ সম্পর্কিত আরও খবর