শঙ্কা কাটিয়ে আশাবাদী কোহলি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 05:58:15

হাতে কিছুটা সময় এখনো আছে।  কিন্তু তাকে নিয়ে শঙ্কা কাটছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বিরাট কোহলির খেলা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। যদিও ২২ আগষ্ট শুরু হতে যাওয়া সেই টেস্টে খেলার ব্যাপারে আশাবাদী কোহলি।  ডান হাতের বুড়ো আঙুলের চোট কাটিয়ে মাঠে থাকতে লড়ছেন ভারত অধিনায়ক।

গত বুধবার পোর্ট অব স্পেনে উইন্ডিজের পেসার কেমার রোচের বাউন্সার তার ডান হাতের বুড়ো আঙুলে আঘাত হানে। যন্ত্রণায় কাতর হয়ে পড়েন কোহলি।  ফিজিওর চিকিৎসা শেষে ব্যাটিং চালিয়ে যান। তার শতরানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। জিতে নেয় সিরিজ।

তারপরই অবশ্য জানা যায়- হাতে চোট পেয়েছেন কোহলি। নিজেই বলেন, ‘আঙুলে যখন বলটা লেগেছিল, তখন ভেবেছিলাম খারাপ কিছু হয়তো হতে যাচ্ছে। আমার ভাগ্য ভাল বলতে হবে। আঙুল মনে হয় ভাঙেনি। প্রথম টেস্ট খেলতে কোনো সমস্যা হবে বলে মনে হয়না।’

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুটি শতরান এসেছে বিরাটের ব্যাট থেকে। সেই ব্যাটসম্যান ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে থাকবেন কীনা তা এখনো নিশ্চিত করতে পারেনি ভারতীয় ম্যানেজমেন্ট।

তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচটা কোনোভাবেই মিস করতে চান না কোহলি।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক দশকে ২০,০০০ রান করা এই ব্যাটসম্যান ধরে রাখতে চান সাফল্যের ধারাবাহিকতা।

এ সম্পর্কিত আরও খবর